1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইমজার সভাপতি বাপ্পা ও সেক্রেটারি মঞ্জুর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

ইমজার সভাপতি বাপ্পা ও সেক্রেটারি মঞ্জুর

  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ১৮০ Time View

সিলেট প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন- ইমজা, সিলেট’র ১২তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

রবিবার রাতে নগরীর একটি হোটেলে এই সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে সভাপতি পদে দেশটিভির বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম শামীম (বাংলাভিশন), সহ-সভাপতি লিটন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শ্যামনন্দ দাশ (এসএটিভি), কোষাধ্যক্ষ মারুফ আহমদ (এনটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি), ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এম আর টুনু তালুকদার (মাইটিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ (চ্যানেল আই)।

কার্যনির্বাহী সদস্য- আজিজ আহমদ সেলিম (বিটিভি), নৌসাদ আহমদ (সময় টিভি) ও হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ)।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, এসসিএস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ ও ইমজা’র সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।

কাউন্সিলের পূর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইমজা’র সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না। সাধারণ সদস্যদের আলোচনার পর এই দুটি প্রতিবেদন পাশ করে সাধারণ সভা।

এর আগে সন্ধ্যায় একইস্থানে ইমজার শুভাকাঙ্খি ও সুধিজনদের নিয়ে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

ইমজা’র সভাপতি আশরাফুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু’র সঞ্চালনায় সুহৃদ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ, চেম্বার পরিচালক হুমায়ুন আহমদ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সহ-সভাপতি মো. কয়েস গাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

সিলেটের সাংবাদিকতার অতীত খুবই গৌরবোজ্জ্বল উল্লেখ করে তিনি বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণেও কাজ করছে। সিলেটের সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। তারা সবসময়ই আমাকে আপন লোক মনে করেন। তাদের কল্যাণে আমিও কাজ করতে চাই।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, সিলেটের সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সাংবাদিক শাহাবউদ্দিন শিহাব, সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com