1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনার শুনানী পিছিয়েছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনার শুনানী পিছিয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ৫৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম দুর্নীতির দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাই কোর্টে করা আবেদনের শুনানি ফের পিছিয়েছে।হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারক না থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।এ বেঞ্চে তার সঙ্গে সদস্য হিসেবে বিচারপতি মো. খসরুজ্জামান থাকলেও বৃহস্পতিবার তিনি অন্য বেঞ্চে ছিলেন এ মামলায় দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “কনিষ্ঠ বিচারপতি না থাকায় অবকাশের পশুনানি হবে বলে আদালত জানিয়েছে।” বসন্তকালীন অবকাশের পর আগামী ১ এপ্রিল হাই কোর্টের নিয়মিত বেঞ্চ বসবে।
গত বৃহস্পতিবার এ মামলা হাই কোর্টে শুনানির জন্য আসে। তবে এ আদালতে শুনানি চলতে পারে কি-না, সেই প্রশ্নে তা পিছিয়ে যায়।
এর আগে গত ২৮ জানুয়ারি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। পরে ওই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হয়ে যায়
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলার বিচার চলছে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী এজলাসে।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হিসাবে আবু আহমেদ জমাদার এই মামলার বিচার কাজ করছেন।
টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি এই আদালত খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর আগেও এ মামলায় বিচারক পরিবর্তনে একই ধরনের আবেদন নিয়ে হাই কোর্টে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে ওই আবেদন নিষ্পত্তি হওয়ার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com