1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ছাতকে তুলকালামকান্ড:গুলিবিদ্ধসহ আহত ১০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

ছাতকে তুলকালামকান্ড:গুলিবিদ্ধসহ আহত ১০

  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ২৪৯ Time View

বিজয় রায়, ছাতক ::
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষে আহত গুলিবিদ্ধ ১০ জনসহ ২৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের ফুটবল খেলার মাঠে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, গ্রামের ফুটবল খেলার মাঠে আধিপত্য বিস্তার নিয়ে গত ৩ দিন ধরে দু’পাড়ার যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতে এক সমঝোতা বৈঠকে নিস্পত্তির চেষ্টা করা হলেও তা নিস্পত্তি হয়নি। শুক্রবার বিকেলে গ্রামের মাঠে পূর্ব পাড়ার জমির উদ্দিন মেম্বারের নেতৃত্বে মাঠে ফুটবল খেলতে গেলে পশ্চিমপাড়ার লুৎফুর রহমানসহ যুবকরা বাধা দিলে খেলা পন্ড হয়ে যায়। গত শনিবার সকালে গ্রামের লুৎফুর রহমানের নেতৃত্বে পশ্চিমপাড়ার যুবকরা একই মাঠে ফুটবল খেলতে গেলে প্রতিপক্ষও বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয় পাড়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। দফায়-দফায় সংঘর্ষে দেশীয় অস্ত্র, ইট পাটকেলের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ও ব্যবহার করা হয়। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিছোঁড়া হলে মহিলাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ রুবেল মিয়া (২২), সোহাগ আহমদ (২৫), রুমেল আহমদ (২০), সাকির আলী (৩৮), হেলাল আহমদ (৪০), রুসনা বেগম (৩৫), সাজ্জাদুর রহমান (৩৫), মিজানুর রহমান (৪০), রুবেল আহমদ (২৫), জাকির আলী (২২), নুরুল আমিন (৪২), ছমির উদ্দিন (৫০), আহমদ আলী (৩৫), লায়েক আহমদ (৩৫), শফিকুর রহমান (৫০), রিপন (২৫), ছয়ফুল আলম (৩০), জুনেদ হাসান (২৬), সুয়েব মিয়া (২০), নুর আলম (৩০) সহ অন্তত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লিটন মিয়া(৩২), জমির আলী(৫০), কামাল(৪০), মঈনুল (২৭), আমির আলী(৪০), হদিছ আলী(৫০), ছনোহর আলী(৪৫), চন্দন(৪৫), বাবুল (৪২) সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় লোকজনের অভিযোগ পুলিশের সামনেই গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মিছিলও করেছে এলাকাবাসী। পুলিশ তাৎক্ষণিক অস্ত্র উদ্ধারে অভিযান চালালেও কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি।
ইউপি সদস্য আব্দুল জলিল জানান, দ্রুত অস্ত্র উদ্ধারে স্থানীয়দের আশ্বস্ত করেছে পুলিশ।
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজিজুর রহমান জানান, সংঘর্ষের সময় একপক্ষ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে বলে উপস্থিত লোকজন তাকে জানিয়েছেন।
ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা জানান, গোলাগুলির বিষয়টি এলাকার লোকজন তাকে জানিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com