1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের উদ্বোধনশেষে জনসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান-বাংলাদেশ এখন বিশ্বেরবুকে সম্ভাবনাময় মর্যাদাপূর্ন রাষ্ট্রে পরিণত হয়েছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের উদ্বোধনশেষে জনসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান-বাংলাদেশ এখন বিশ্বেরবুকে সম্ভাবনাময় মর্যাদাপূর্ন রাষ্ট্রে পরিণত হয়েছে

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৩২ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিবছর আমাদের আয় বাড়ছে,মানুষের ক্ষয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আর তা সম্ভব হচ্ছে আমাদের প্রবাসীদের কষ্টার্জিত আয়ের রেমিটেন্স ও কৃষক ও শ্রমিকদের কল্যাণে। এই অগ্রযাত্রাকে আর কেউ রোধ করতে পারবেনা। অন্যরাষ্ট্রগুলো বাংলাদেশের অগ্রগতি দেখে অবাক বিস্ময়ে আমাদেরকে সালাম করছে। আমরা এখন বিশ্বেরবুকে সম্ভাবনাময় মর্যাদাপূর্ন জাতি। বাঙ্গালী জাতীর হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধারন করেই আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছে। গ্রাম বাংলার পিছিয়েপড়া জনগোষ্টীকে এগিয়ে নিতে সরকার ব্যাপক উন্নয়ণ কর্মসূচী হাতে নিয়েছে। আওয়ামীলীগ ব্যতিত অতীতের সরকার গুলোর উন্নয়ন পরিকল্পনা ছিল শহরকেন্দ্রীক আওয়ামীলীগ গ্রাম বাংলার মানুষের জন্য কাজ করে। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার ৮০ভাগ গ্রামে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। আগামী এক বছরে তা শতভাগে উন্নীত হবে। শুধু বিদ্যুৎ নয় শিক্ষা,যোগাযোগসহ সার্বিক উন্নয়নে গ্রামীণ জনপথকে প্রাধাণ্য দিয়ে আমরা কাজ করছি। মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, আমি জীবনের শেষপ্রান্তে চলে এসেছি আপনাদের ভোটের মুল্যায়ন দিয়ে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের সেই আমানতের অমর্যাদা অক্ষুন্ন রেখে আপনাদের সেবায় কাজ করব। মন্ত্রী একশ ৪০ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতুর টেন্ডার প্রক্রিয়া এ মাসেই শেষ হবে উল্লেখ করে বলেন, সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ,উচ্চ বিদ্যালয় স্থাপনের ঘোষনা বাস্তবায়ন করে জগন্নাথপুর ডিগ্রী কলেজকে আমরা সরকারী কলেজ ও অর্নাস চালু করব। তিনি গতকাল দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কর্মসূচীতে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সকালে মন্ত্রী জগন্নাথপুর ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগদেন। জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নুর এর সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাসের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রী কলেজ গভনিং বডির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, কলেজ গর্ভনিং বডির সদস্য রেজাউল করিম রিজু, ডাঃ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামীলীগ নেতা পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সদস্য সাবেক ছাত্রনেতা আবুল কালাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক বিজিত বৈদ্য, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রনি আহমদ, মুহিবুর রহমান লিটু, মানপত্র পাঠ করেন জুনেদ আহমদ। দুপুরে মন্ত্রী পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৭ লাখ টাকা ব্যায়ে নতুন একাডেমীক ভবনের উদ্বোধন ও অনঙ্গমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩১লক্ষ ৪৯হাজার ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবনের উদ্বোধন করেন। বিকেলে পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিমরিজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, আওয়ামীলীগ নেতা সাবেক পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সুন্দর উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইদ্রিছ খান, কলমধর আলী, সাব্বির আহমদ, আনছার মিয়া,ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ,আব্দুল কাইয়ুম, রুনু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, তানভীর আহমদ, সাইফুর রহমান। সন্ধ্যায় মন্ত্রী রানীগঞ্জ ইউনিয়নের আছিম- শিবগঞ্জ সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪১ লাখ টাকা ব্যায়ে নির্মিত রাস্তার উদ্বোধন করে শিবগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদেন। জনসভায় শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com