1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ৫০০ মিটার লম্বা শোকবন্ধন,বিশাল র‌্যালিসহ বিভিন্ন কর্মসুচী পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

জগন্নাথপুরে ৫০০ মিটার লম্বা শোকবন্ধন,বিশাল র‌্যালিসহ বিভিন্ন কর্মসুচী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ২২৬ Time View

স্টাফ রিপোর্টার ::
ব্যতিক্রমী কর্মসুচী পালন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসুচী হিসেবে বুধবার পৌরশহরে শোকবন্ধব’র আয়োজন করা হয়। সকাল ১১টায় পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে জগন্নাথপুর নার্সারি স্কুল পযর্ন্ত দীর্ঘ প্রায় ৫০০ মিটার লম্বা এ শোকবন্ধব অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন নেতৃত্ব দেন।

আয়োজকদের দাবী প্রায় ৫ হাজার নেতাকর্মী এ কর্মসুচীতে অংশ নিয়েছেন।

পরে শোক র‌্যালি প্রদক্ষিন করে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর মেয়র হাজী আবদুল মনাফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও পৌর স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা সৈয়দ সাব্বির আহমদ, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, তাজউদ্দিন আহমদ, মাষ্টার মঈন উদ্দিন খান, আব্দুল কাদির, দক্ষিন সুনামগঞ্জ আওয়ামীলীগ নেতা গোলাম হায়দার, জয়নাল আবেদীন, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা সৈয়দ আহমেদ হোসেন তানিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগকে পূর্নরায় ক্ষমতায় আনতে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, আগষ্ট মাস আমাদের জাতির জন্য অত্যন্ত বেদনার মাস। এই মাসে আমরা হারিয়েছি জাতির পিতাকে। এই মাসে আমাদের নেত্রীকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হচ্ছে। ঘাতকদের হামলায় অসংখ্যা নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালে সিলেট বিভাগের মধ্যে অন্যতম জগন্নাথপুরের শ্রীরাসমি ও রানীগঞ্জে পাক হানাদার বাহিনী গনগত্যা করেছে। যে কারনে পুরো জগন্নাথপুরবাসী শোকাহত।
তিনি আরও বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে জগন্নাথপুর তথা দক্ষিন সুনামগঞ্জবাসীর কল্যাণেকাজ করতে চাই।

সভায় শেষে মিলাদ মাহফিল ও শিরণি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী নুরুল ইসলাম, সালাউদ্দিন, মিণ্টু রঞ্জন ধর, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, সাংবাদিক অহী আলম রেজা, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড আহবায়ক ওবায়দুর রহমান কুবাদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, দ্বীপক গোপ, সোহেল আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দেকুর রহমান, যুবলীগ নেতা জামাল হোসেন, জহুর মিয়া, সেলিম মিয়া, আমিনুল ইসলামসহ দলীয় নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি সকালে শ্রীরামসি শহীদদের স্মৃতি স্বম্ভতে পুস্প স্তর্বক অর্পন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com