1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
‘ডাকাত পড়েছে’ ঘোষণা, পিটুনিতে নিহত ৪ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জে বিএনপির তিন প্রার্থী বহিষ্কার সৃষ্টিজগতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ

‘ডাকাত পড়েছে’ ঘোষণা, পিটুনিতে নিহত ৪

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত মোহাম্মদ আলী নামের এক যুবককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রাম এলাকার বিলে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দিবাগত রাতে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন যুবককে একসঙ্গে দেখতে পায় স্থানীয় এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাতদলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরও তিন গ্রামের লোকজন চারদিক থেকে ওই যুবক দলকে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা ডাকাত সন্দেহে যুবকদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি তারা ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছিলেন। রবিবার দিবাগত রাতে একদল ডাকাত তাদের গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের লোকজন সংগঠিত হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া করে। এ সময় তারা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিকে ঘটনাস্থলে তিনজন মারা যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার রাতে কাঁচপুর ইউনিয়নের পাশ্ববর্তী সাদিপুর ইউনিয়নের কাজরদি এলাকার মৃত শামসুল হক মাস্টারের বাড়িতে এবং একই গ্রামের ইসলাম মুন্সীর বাড়ির দুই পরিবারের সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মুন্সীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com