1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান- সব জেলা ও উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান- সব জেলা ও উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে

  • Update Time : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ২৪৭ Time View

সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘সরকার দেশের সব জেলা ও উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে। হাওর, পার্বত্য, উপকূলীয় এবং চরাঞ্চলের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সব মানুষ যেন সরকারের উন্নয়নের সুফল পায় সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এছাড়া চলমান যেসব মেগা প্রকল্প রয়েছে সেগুলোর কাজেও গতি বাড়ানো হবে।’
পরিকল্পনামন্ত্রী শুক্রবার বিকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় এসে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় হয়। পরিকল্পনামন্ত্রীকে প্রথমেই ফুল দিয়ে নেতা-কর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এরআগে পরিকল্পনা মন্ত্রী সিলেট বিমান বন্দরে পৌঁছালে সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাগণ ও দলীয় নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরে পথে পথে ধারণ, জাউয়াবাজার এবং পাগলাবাজার সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন মন্ত্রীকে অভ্যর্থনা জানায়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মতবিনিময়কালে আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে চিরদিনের জন্য রক্ষা করতে চাই। যাতে দেশ পরিচালনায় নামে-বেনামে বা অন্য কোন কৌশলে কোনো অবস্থাতেই স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসতে না পারে।’ তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা পিছিয়ে থাকা নারীদের উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করার কথা জানান।
সুনামগঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন,‘ সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধান খোঁজা হবে। এমনিতেই প্রথাগত পন্থায় বাঁধের কাজ হবে। কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগই নেওয়া হবে। সুনামগঞ্জে রেলপথও আসবে। এ জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা নানা কারণে অনুন্নত ছিলাম, আর পেছনে ফিরে থাকানো যাবে না। পরিশ্রমের মাধ্যমে সবাইকে একসাথে কাজ করে দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সরকার সেদিকেই নজর দিয়েছে, কিভাবে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা যায়।’
মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলো সম্পদ অর্জন করেছে প্রথিবীর বিভিন্ন দেশ লুন্ঠন করে। লুন্ঠন করেছে পুরো ভারতবর্ষকে, লুন্ঠন করেছে অনেক দেশকে, সেই লুন্ঠিত স¤পদ দিয়েই তাদের দেশকে উন্নত করেছে। আমরা লুন্ঠন করতে চাই না। আমরা নিজেদের পরিশ্রমের মাধ্যমেই এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। দেশের সকল নাগরিকের সহযোগিতায় এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে।’মন্ত্রী আরও বলেন, ‘সরকারের সাথে থাকুন, সরকারকে শক্তি দিন, আমাদের শক্তির প্রয়োজন আছে। বিচলিত হবেন না, ভুল পথে পদক্ষেপ নেবেন না। দেশের উন্নয়নের প্রয়োজনে সরকারের পাশে থেকে সহযোগিতা করুন, দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই দেশ এক স্বয়ং স¤পন্ন উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উচুকরে দাঁড়াবে।’
এম এ মান্নান বলেন,‘ সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। সুনামগঞ্জে রেল লাইন আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে।’
ফসল রক্ষায় বাঁধ হাওরে একটি বড় বিষয়। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধান খোঁজা হবে। এমনিতে প্রথাগত পন্থায় বাঁধের কাজ হবে, কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান, কৃষকের মুখে সব সময় হাসি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর বান্ধব। কৃষকের মুখে হাসি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অতীতের মতো সব সময় হাওরের মানুষের পাশে থাকবে।’
বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে, সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমানের সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তেঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পারবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় তালুকদার, আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনধীর মজুমদার, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু মজুমদার, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি প্রমূখ।
এদিকে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি। শুক্রবার বিকালে পরিকল্পনা মন্ত্রীর শান্তিগঞ্জ হিজল বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com