1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ১৮৪ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ::

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

সারা দেশ ব্যাপী এক যোগে সকাল ৭টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে শান্তিগঞ্জস্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম দ্বয়ের নেতৃত্বে সকল শহীদের স্বরণে পু®পস্তবক অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরে আলম ছিদ্দিকী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দীন দোলনের নেতৃত্বে যুব লীগ, উপজেলার আব্দুল মজিদ কলেজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ছত্রলীগের নেতৃত্বে রয়েল আহমদ ছাত্রলীগ পু®পস্তবক অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিজ কলেজের প্রভাষক নীহার রঞ্জন তালুকদার, প্রভাষক জাফর আলী সহ ছাত্র/ছাত্রী বৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ।

অপর দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের নেতৃত্বে বিএনপি সহ অঙ্গ সংগঠন পাগলা স্কুল এন্ড কলেজ এর শহীদ মিনারে সকল শহীদের স্বরণে পু®পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রওশন খান সাগর, সাংগঠনিক স¤পাদক আবুল কাসেম, উপজেলা বিএনপি নেতা হাজী ফখর উদ্দীন কনুশাহ, ইলিয়াছ মিয়া, আবুল কালাম, জাফর সাদেক লেবু, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, আবুল খয়ের, শাহিন আহমদ, সিরাজ মিয়া, তফজ্জুল হোসেন কিবরিয়া, রিপন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মানসুর আহমদ সহ নেতৃবৃন্দ প্রমুখ।

সকাল ৮টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া স্টেডিয়াম মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে শান্তির পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী। পরে তেঘরিয়া স্টেডিয়াম মাঠে মুক্তি যোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় তেঘরিয়া স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

সকাল ১১টায় তেঘরিয়া স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তি যোদ্ধা ও যোদ্ধাহত পরিবারের সদস্যকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদ ও রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সৈয়দা শামসাদ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, এম এ মান্নান প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরে আলম ছিদ্দিকি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, সহ প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বারেক, দর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, উপজেলা আলীগ নেতা তেরাব আলী, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটর ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার তালুকদার, সাধারণ স¤পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সদস্য ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক মোঃ নূর হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দীন দোলন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডাঃ মানছুরুল হক, উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা আল মামুন, জাকির হোসেন, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রিড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সোহেল, সাদিকুল ইসলাম, জুয়েল দাস সহ প্রমূখ।

পরে বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com