1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রথম সদস্য মনোনীত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রথম সদস্য মনোনীত

  • Update Time : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃঃপরিকল্পনা মন্ত্রণাল সম্পর্কিত সংসদীয় কমিটি সহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো- সংসদ কমিটি এবং আইন, পরিকল্পনা, প্রতিরক্ষা ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পরিকল্পনা মন্ত্রণাল সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম সদস্য হয়েছেন এমএ মান্নান। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সোমবারের (৪ ফেব্রুয়ারি) অধিবেশনে মাগরিবের বিরতির পর জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন কমিটিগুলোর নাম প্রস্তাব করেন। এরপর কণ্ঠভোটে কমিটিগুলো সংসদে পাস হয়।

প্রথমে সংসদ কমিটি গঠন করা হয়। রীতি অনুযায়ী এই কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। কমিটির অন্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহীম, হুইপ মাহবুব আরা গিনি, অ্যাডভোকেট আবু জাহির, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সংসদীয় এ কমিটির অন্য সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, ড. বীরেন শিকদার, মোর্শেদ আলম, মঞ্জুর হোসেন ও জাতীয় পার্টির জি এম কাদের।
এদিকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসী পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com