1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি-এমএ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি-এমএ মান্নান

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩ Time View

স্টাফ রিপোর্টার::

সাবেক পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলছেন বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এখন কাজের সময়৷ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি। আমরা শিক্ষা কে অগ্রাধিকার দিয়ে আমাদের প্রজন্ম কে বিশ্বের সবদেশের মানুষের মতো তৈরি করতে কাজ করছি। তিনি বলেন, একটি গোষ্ঠী আছে দেশকে ভালোবাসে না,মাতৃভাষার চেয়ে অন্য ভাষাকে পছন্দ করে। স্বাধীনতা সংগ্রামেও তারা দেশের বিরুদ্ধে ছিল এখনো দেশের উন্নয়ন অগ্রগতির বি-র কাজ করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ পরিচালনা কমিটির উদ্যাগে কলেজ এমপিও ভূক্ত হওয়ায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু ধর,সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলেজ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু,কলেজ অধ্যক্ষ জিয়াউর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,শিক্ষার্থী আকলিমা আক্তার প্রমুখ সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শাম্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানবিকতা লালন করে সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com