1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে এবার আগেভাগেই শেষ ধান কাটা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এবার আগেভাগেই শেষ ধান কাটা

  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭ Time View

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুরে এবার ‘আগেভাগেই’ হাওরের বোরো ধান কাটা শেষ হয়ে যাচ্ছে। এরমধ্যে ৯৫ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। ধান শুকানো, মাড়াই কাজে ব্যস্ত এখন কৃষক—কৃষাণী। এবারে বোরোর বাস্পার ফলনে খুশি হাওরবাসী।
বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে জগন্নাথপুরের বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, জেলার অন্যতম হাওর উপজেলার সর্ববৃহ নলুয়ার হাওরের পাকা ধান কাটা শেষ পযার্য়ে। এসব পাকা ধান গোলায় তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। এছাড়া জগন্নাথপুরের মইয়া, পিংলা ও মোমিনপুর হাওরসহ ছোট বড় ১৫টি হাওরের সোনারঙা ধান কর্তন প্রায় শেষ।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবার বৈখাশ মাস শেষ হওয়ার আগেই ধান কাটা শেষ হচ্ছে। প্রকৃতি অনুকূলে থাকায় ভালোয় ভালোয় ধান কাটার কাজ শেষ হচেছ। এ উপজেলায় সাধারণত চৈত্রের শেষের দিকে ধান পাকা শুরু হয়। পুরো বৈশাখ মাসজুড়ে ধান কর্তনের ধুম পড়ে। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লেগে যায় সস্পূর্ণ ফসল গোলায় তুলতে। অন্য যে কোনো বছরের তুলনায় এবছরই বৈশাখ মাস থাকতেই ধান তোলার কাজ সম্পন্ন হয়ে যাবে।
কষ্টার্জিত চাষাবাদকৃত বোরোর সোনার ধান ঘরে তুলতে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ফসলের মাঠে মাঠে লড়ছেন হাওরপারের কৃষক পরিবারের লোকজন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে অকাল বন্যায় পাউবোর দুর্বল বেড়িবাঁধ ভেঙে হাওরের ফসলডুবির ঘটনায় কৃষক পরিবারে দুর্দিন নেমে আসে। এরপর বড়ধরনের অকাল বন্যার বিপর্যয়ের ঘটনা না ঘটলেও অতিবৃষ্টি, খরা ও শিলাবৃষ্টিতে কৃষকের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি। এবারের বাম্পার ফলনে হাওরের কৃষকরা আনন্দিত।  তবে শ্রমিক সংকটের দুঃশ্চিতায় থাকলেও কম্বাইন হারভেস্টার মেশিনের সুবিধায় এবং প্রকৃতির আর্শীবাদে ফসলের মাঠ থেকে ধান কাটার কাজ সমাপ্তির পথে।
নলুয়া হাওরে ৬০ কেদার জমি চাষাবাদ করেছেন ভুরাখালি গ্রামের দিলদার মিয়া। তিনি জানালেন, এবারই আগেভাগে ধান কাটা শেষ হয়ে যাচ্ছে। আমার ৬০ কেদার জমির মধ্যে ৫৫ কেদার জমির ধান কর্তন শেষ। বাকী জমির ধান কাটা চলছে। এক, দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অন্যান্য বছর বোরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাগতো। এবছরই মনে হচ্ছে বৈশাখেই শেষ হবে।
মইয়ার হাওরের ইকড়ছই এলাকার কৃষক ছাতির আলী জানান, প্রায় ৫০ বছর ধরে বোরো জমির আবাদ করে আসছি। এবারের মতো এতো আগে ফসল ঘরে তুলতে পারিনি। ফসলও খুবই ভাল হয়েছে। এবার আমি ১০ কেয়ার জমি (৩০ শংতাশে ১ কেয়ার) মইয়ার হাওরে আবাদ করেছি। ধান কাটাও শেষ। এখন মাড়াই আর শুকানোর কাজ চলছে। আশা করছি, এবার ২০০ মণ ধান পাবো।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব জানান, প্রকৃতির কৃপায় এবার ভালোয় ভালোয় কৃষকরা গোলায় ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন। ছোট ছোট হাওরের ধান টাকা শেষ হয়ে গেছে। এবছর ফসল ভালো হওয়ায় হাওরবাসী খুশি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকতার্ কাওসার আহমদ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ৯৫ ভাগ ধান কর্তন শেষ হয়েছে। আশা করছি, দুই, তিন দিনের মধ্যে ধান কাটা  শেষ হবে। এবার জগন্নাথপুরে ২০ হাজার ৩ শ’ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এবছর বোরোর বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com