1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

বৃটিশ নাগরিকরা মনে করেন, ট্রাম্পের অধীনে বিশ্ব হবে সবচেয়ে ভয়াবহ স্থান

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বেশির ভাগ বৃটিশ মনে করেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বিশ্বকে সবচেয়ে ভয়াবহ স্থান বানিয়ে ফেলবেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষে চালানো কমরেস (ঈড়সজবং) জরিপে এমন কথা বেরিয়ে এসেছে। এক্সক্লুসিভ হিসেবে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, শতকরা ৬৬ ভাগ বৃটিশ মনে করেন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প বিশ্বকে সবচেয়ে ভয়াবহ স্থানে পরিণত করবেন। তারা আরও মনে করেন ট্রাম্প হবেন একজন খারাপ প্রেসিডেন্ট। ট্রান্স আটলান্টিক রিলেশন্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃটেনের বাণিজ্য কেমন হবে এমন প্রশ্নে বেশির ভাগ বৃটিশই একই সুরে কথা বলেছেন। খবর প্রকাশিত হয়েছে যে, নির্বাচনী প্রচারণাকালে দেয়া মূল কিছু প্রতিশ্রুতি থেকে পিছু হটতে পারেন ডনাল্ড ট্রাম্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, তিনি ওবামাকেয়ার বাতিল করার কথা বলেছিলেন। নির্বাচিত হওয়ার পরে তিনি ওবামাকেয়ারের কিছুটা রাখার পক্ষে কথা বলেছেন। আবার সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছে তিনি তা সেভাবেই রাখতে পারেন। তিনি আইএসকে দমনের জন্য রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে জোট বাধার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। আজ রোববার সেখানে ছুটির দিন। এদিন নিউ ইয়র্কে বিক্ষোভ ডাকা হয়েছে। তাতে যোগ দিতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষ সম্মতি জানিয়েছে। এমন অবস্থায় ওই জরিপ পরিচালনা করেন কমরেস। তাতে দেখা যায়, শতকরা ৬৬ ভাগ বৃটিশ মনে করেন, ডনাল্ড ট্রাম্প বিশ্বকে সবচেয়ে ভয়াবহ স্থান বানিয়ে ফেলবেন। অন্যদিকে শতকরা মাত্র ১০ ভাগ মানুষ মনে করেন তিনি বিশ্বকে একটি নিরাপদ স্থানে পরিণত করবেন। শতকরা ৫৩ ভাগ বৃটিশ বলেছেন, ট্রাম্প হবেন একজন বাজে প্রেসিডেন্ট (ব্যাড প্রেসিডেন্ট)। অন্যদিকে শতকরা ১৫ ভাগ মনে করেন তিনি হবেন একজন ভাল প্রেসিডেন্ট। শতকরা ৫৮ ভাগ মনে করেন ট্রাম্পের নির্বাচনী বিজয় ভবিষ্যত নির্বাচনের জন্য একটি ভয়াবহ উদাহরণ হয়ে থাকবে। অন্যদিকে শতকরা মাত্র ২৬ ভাগ মনে করেন এটাই রাজনীতির ধরন। শতকরা ৪০ ভাগ মানুষ মনে করেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র-বৃটেনের সম্পর্ক হবে খারাপ। তবে শতকরা ২৯ ভাগ মানুষ এ সম্পর্ক ভাল হবে বলে মনে করেন। শতকরা ৩৬ ভাগ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপযুক্ত বাণিজ্যের জন্য ট্রাম্পের প্রেসিডেন্সি হবে উপযোগী। তবে শতকরা ৩২ ভাগ এর বিপরীত মত দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com