1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শাহজালাল বিমান বন্দরে ১৫ কেজি ওজনের রোবট জব্দ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

শাহজালাল বিমান বন্দরে ১৫ কেজি ওজনের রোবট জব্দ

  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ওজনের বিশেষ একটি হেলথ কেয়ার রোবট এবং গোয়েন্দা ও নেটওয়ার্কিং সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এগুলো খেলনা ও কমপিউটার সামগ্রী হিসেবে খালাসের চেষ্টা করা হয়েছিল।

সোমবার বিমানবন্দরে এগুলো জব্দ করা হয়। চালানটি গত ৮ সেপ্টেম্বর চীন থেকে ঢাকায় নামে। সেদিনই এটি আটক করা হয়। পরীক্ষার পর আজ এগুলো জব্দ করা হয়।

চালানের ভেতরে ১৫ কেজি ওজনের একটি হেলথ কেয়ার রোবট, ১২০টি স্মার্ট ওয়াচ (সিম স্লট সংযুক্ত), ১০টি মিনি ডিজিটাল, ২৫টি পেন ক্যামেরা (গোয়েন্দা ডিভাইস), ৬৩টি ইথারনেট সুইস, ২৫টি এন্টিনা, ১৯টি বেজ স্টেশনসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সামগ্রী পাওয়া যায়।

নীতি অনুযায়ী ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া রোবট মেডিকেল ডিভাইস হিসেবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন ছাড়া নেটওয়ার্কিং ডিভাইস আমদানিযোগ্য নয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, পণ্য চালানের বিষয়ে তাঁদের কাছে গোপন খবর ছিল। গত ৮ সেপ্টেম্বর শাহজালালের এয়ারফ্রেইটের এক নম্বর গেট দিয়ে বের করার পর চালানটি সাময়িক আটক করা হয়। এতে ৩২৫ কেজির ২৪টি কার্টন পাওয়া যায়। পরে আজ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরীক্ষা করে চালানটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, রোবটের প্যাকেটে লেখা ছিল ‘হেলথ কেয়ার রোবট’। এতে রিমোট কন্ট্রোলসহ ক্যামেরা ও মিউজিক বক্স সংযুক্ত করা আছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই রোবট উন্নত দেশে মেডিকেল সেবায় ব্যবহার করা হয়। তবে এর অপব্যবহার রোধে যেকোনো মেডিকেল ডিভাইস আমদানির পূর্বে ওষুধ প্রশাসনের অনুমতি নিতে হয়। চালানে এই অনুমতি ছিল না।

অন্যদিকে নেটওয়ার্কিং ডিভাইসের ক্ষেত্রে বিটিআরসির অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে। এসব সামগ্রী ফ্রিকোয়েন্সির মাধ্যমে ব্যবহারযোগ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com