1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সরকারি হস্তক্ষেপের কথা জানিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

তবে শ্রীলঙ্কান সরকার আগেও এ নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডকে দেওয়া সুযোগ-সুবিধা বাতিল করেছিল আইসিসি।

 

 

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে আইসিসি বলছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে কঠোর চাপের মধ্যে রাখে দেশটির সরকার। চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার খারাপ পারফর্ম্যান্সের কারণে ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় দেশটির সরকার। পাশাপাশি সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেয় সরকার। যদিও এ ঘটনার একদিন পরেই আদালত সরকারের এ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং ক্রিকেট বোর্ডকে পুনর্বহালের আদেশ দেয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com