1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আগামীকাল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

সিলেটে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আগামীকাল

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৪৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার হবে প্রাচীন ও আধ্যাত্মিক ঐতিহ্যের নগরী পুণ্যভূমি সিলেটে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব। ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর সিলেট সদরের ঐতিহাসিক লাক্কাতুড়া গলফ ক্লাব মাঠে ধারণ করা হয়েছিল ইত্যাদির এ পর্বটি। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এ পর্বে ছিল বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে ৩২ বছর ধরে টাঙ্গাইলের মধুপুর গড়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এড্রিক বেকারের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার উপর মানবিক প্রতিবেদন। যিনি এলাকায় ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন। প্রসঙ্গত, ডাক্তার এড্রিক বেকার গত ১ সেপ্টেম্বর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গ্রামবাসীর দাবির সঙ্গে ‘ইত্যাদি’র পক্ষ থেকেও তাকে নাগরিকত্ব প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ফলে গত বছর ৫ আগস্ট এড্রিক বেকার বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। আর্তমানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান এড্রিক বেকার ছিলেন তাদেরই একজন। ইত্যাদির এ পর্বে আরও রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রমেশ রামগৌড়ের ওপর একটি ব্যতিক্রমী প্রতিবেদন। যিনি সাত রঙ চা উদ্ভাবন করে ইতিমধ্যে দেশ-বিদেশে সাড়া ফেলে দিলেও ইত্যাদিতে শুনিয়েছেন নতুন কথা। রয়েছে অন্ধ শিল্পী ফজলুর রহমানের ওপর একটি মানবিক প্রতিবেদন। যিনি ভিক্ষা না করে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে মানুষের মন জয় করে সংসার চালান। এবারের পর্বে রয়েছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনিপুরী নৃত্য। এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। যেহেতু এবারের ‘ইত্যাদি’ সিলেটে ধারণ করা হয়েছে, তাই সিলেটের মরমী সাধক হাসন রাজা, রাধারমন দত্ত ও শাহ্ আবদুল করিমের লেখা তিনটি গানের অংশবিশেষ গেয়ে শোনান সিলেটেরই তিন কৃতী শিল্পী সুবীরনন্দী, সেলিম চৌধুরী ও শুভ্রদেব। এ ছাড়া রয়েছে ‘ক’ বর্ণ দিয়ে তৈরি অর্জুনের একটি ভিন্নধর্মী গান। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com