1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সেনা মোতায়নের পরও উদ্বিগ্ন বিএনপি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

সেনা মোতায়নের পরও উদ্বিগ্ন বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সেনা মোতায়েনের পরও সারাদেশে নির্বাচনী সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সোমবার ২৪ ঘণ্টায় অন্তত ২৮টি নির্বাচনী আসনে হামলার ঘটনা ঘটেছে, ধানের শীষের ১৯ প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী এসব ঘটনায় আহত হয়েছেন দাবি করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথাগুলো বলেন।

রিজভী বলেন, গতকাল সোমবার ছিলে সবচেয়ে ভায়োলেন্ট দিন, সবচাইতে সহিংস দিন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের টেক্কা দিয়ে পুলিশই সন্ত্রাসী আক্রমণে নেতৃত্বে থেকেছে। দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচার ও সমাবেশে সবচেয়ে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে গতকাল। রাতেও অনেক ঘটনা ঘটেছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থীদের মধ্যে নোয়াখালীতে মওদুদ আহমদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নরসিংদীতে আবদুল মঈন খান, ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ, শরীয়পুরে মিয়া নুরউদ্দিন আহমেদ অপু, কিশোরগঞ্জে আক্তারুজ্জামান, শরীফুল আলম, শেরপুরে সানসিলা জেবরিন প্রিয়াংকা ভোটের প্রচারে হামলার শিকার হয়েছেন বলে তথ্য দেন।

তিনি বলেন, আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে, সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতির অনেক উন্নতি হবে। আমরা এখনো বিশ্বাস করি যে, পরিস্থিতির উন্নতি হবে। সন্ত্রাসীদের ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

নির্বাচনে দিন ‍যত ঘনিয়ে আসছে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ততই বেপরোয়া হয়ে উঠেছে মন্তব্য করে রিজভী বলেন, কেন্দ্র দখল করে জাল ভোট মারতে দলে দলে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট সামনে রেখে সোমবারই সারা দেশে ভোটের মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা।

‘সবার জন্য সমান সুযোগ নেই’ অভিযোগ করে আসা বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বলে আসছিলেন, সেনা মোতায়েন হলে তাদের ভাষায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে বলে তারা আশা করছেন।

কিন্তু সোমবারও দেশের বিভিন্ন স্থান থেকে প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের খবর এসেছে। নির্বাচনী এলাকায় প্রচার চালানোর সময় প্রতিপক্ষের হামলার মুখে পড়েছেন বেশ কয়েকজন প্রার্থী।

রিজভী বলেন, সেনা মোতায়েনের পরও অবস্থার উন্নতি হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সাহেব বলেছেন- এটা অপ্রত্যাশিত।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, মাশুকুর রহমান, শাহজাহান মিয়া সম্রাট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com