1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জ জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তার সাথে জগন্নাথপুরে পারস্পরিক শিখন কর্মসূচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তার সাথে জগন্নাথপুরে পারস্পরিক শিখন কর্মসূচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২০ মে, ২০১৫
  • ৬১৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের কার্যক্রম পরির্দশন ও পারস্পরিক শিখন কর্মসূচীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নন পাইলটিং জেলা হবিগঞ্জ থেকে পাইলটিং উপেজলা সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিগঞ্জ জেলার আটটি উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পারস্পরিক শিখন কর্মসূচীতে অংশ নেন। হবিগঞ্জ জেলার অংশগ্রহকারীরা জগন্নাথপুর উপজেলা পাইলটিং প্রকল্পগুলো সরেজমিনে ঘুরে দেখে তাদের অনুভূতি প্রকাশ করে প্রকল্পগুলোর প্রশংসা করেন। বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার অধিদপ্তর সিলেটের পরিচালক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক পরিমল সিংহ,্স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটিটর জিল্লুর রহমান, অসিম কুমার কর্মকার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদাদ হক, বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুল আলম আজাদ, বানিংাচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, আজমীরিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর আলী, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, আজমীরিগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বিল্লাহসহ হবিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরে এক মনোঞ্জ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জগন্নাথপুর ভয়েস স্টার ব্যান্ডদলের পরিবেশনায় শিল্পী মৌসুমী রায়, বিথী দেবনাথ,সানী রায়,ইন্দ্রজিৎ সূত্রধর সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com