1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অবশেষে জয় হলো বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ৬শ বাসিন্দার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জে বিএনপির তিন প্রার্থী বহিষ্কার সৃষ্টিজগতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ

অবশেষে জয় হলো বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ৬শ বাসিন্দার

  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩১২ Time View

স্টাফ রিপোর্টার:: টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগসের সরাসরি হস্তক্ষেপের কারনে সোশাল ল্যান্ড লর্ড ইস্ট এন্ড হোমস এস্টেটের ৪টি বিহ্বিং ভেঙ্গে নতুন ফ্ল্যাট বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো। উল্লেখ্য যে, ইস্ট এন্ড হোমস ২০১৪ সালের মার্চে এক চিঠিতে এস্টেটের ৪টি বিহ্বিংয়ের ৬শ বাসিন্দাকে তাদের বিহ্বিংগুলো ভেঙ্গে ফেলার নোটিশ দিয়েছিলো। বিহ্বিং ৪টি হচ্চেছ ব্রুন হাউস, বার্নার্ড হাউস, কার্টার হাউস এবং বার্নেট হাউস। কাউন্সিলের টেনেন্ট এবং লিজহোহ্বাররা ষ্ক্রলিভারপুল স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে অবস্থিত বিহ্বিংগুলো ভেঙ্গে তাদের সামর্থ্যের মধ্যে নয় এমন বিলাসবহুল ফ্ল্যাট বানানো হবেম্ব এই অভিযোগে আন্দোলন শুরু করেন। শুরুতেই বাসিন্দাদের আন্দোলনের সাথে একাত“তা ঘোষনা করেন জন বিগস। তিনি তখন জিএলএ মে“ার ছিলেন। এছাড়া স্থানীয় এমপি রুশনারা আলী এস্টেটটি রক্ষায় সরকারের বিশেষ হস্তক্ষেপ চেয়ে ত্কালীন হাউজিং এন্ড প্ল্যানিং মিনিস্টার ব্র্যান্ডন লুইসকেও চিঠি লিখেন। তারা দুজনেই বিহ্বিংগুলো রক্ষায় বাসিন্দাদের বিভিন্ন ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নেন। এরপর টাওয়ার হ্যামলেটসের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত ১১ জুন নির্বাহী মেয়র নির্বাচিত হন জন বিগস। নির্বাচিত হওয়ার পর তিনি পুরো বিষয়টি পর্যালোচনা করে ইস্ট এন্ড হোমসকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেন। উল্লেখ্য যে, ৯ বছর আগে ১৯৩০ সালে নির্মিত হল্যান্ড এস্টেটটি হস্তান্তরের সময় এর সংস্কারের জন্য ইস্ট এন্ড হোমসকে কাউন্সিল ১৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেয়। ২০০৬ সালে তারা মেরামত এবং উন্নয়নের জন্য ২২ মিলিয়ন পাউন্ডের চুক্তিও সম্পাদন করে। কিন্তু মেরামতের পরিবর্তে ইস্ট এন্ড হোমস ২০১৪ সালের মার্চে এস্টেটের বিহ্বিংগুলো ভেঙ্গে ফেলার জন্য বাসিন্দাদের নোটিশ দিয়েছিলো। এখানে বিলাসবহুল ফ্ল্যাট নির্মিত হলে সাধারন বাসিন্দাদের পক্ষে বসবাস অসম্ভব হবে এই বিবেচনায় এর টেনেন্ট এবং লিজহোহ্বাররা বিহ্বিং ভাঙ্গার বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছিলেন। এদিকে হল্যান্ড এস্টেট ভাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ায় মেয়র জন বিগস সন্তোষ প্রকাশ করেছেন। এক বিশেষ বিবৃতিতে তিনি বলেছেন, সত্যিকার অর্থে সামর্থ্যরে মধ্যে ভালো ঘরবাড়ী আমাদের জন্য একটি বিরাট সমস্যা। হল্যান্ড এস্টেটের বাসিন্দাদের ক্যাম্পেইনে সহযোগীতা করতে পেরে আমি আনন্দিত। ইস্ট এন্ড হোমস তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন তারা বাসিন্দাদের সাথে পরামর্শের ভিত্তিতে এস্টেটের সংস্কার এবং ভবিষ্য্ পরিকল্পনা প্রণয়ন করবে। দরিদ্র্য বাসিন্দাদের এখান থেকে যেতে হবে না এটা আমার জন্য খুবই একটি স্বস্থির খবর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com