জগন্নাথপুর উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি আবুল হুরায়রা ছাদ মাষ্টার ও সাধারন সম্পাদক কবির আহমদকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক বিবৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম, এ নুর, সহসভাপতি নেওয়ার খান, সাধারন সম্পাদক আকললু করিম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, ইউনিয়ন বিএনপি নেতা জুবেদ আলী লখন, মতিউর রহমান, আক্তার মিয়া, সুহেল মিয়া, সাবাজ মিয়া, এম,এ মতিন, আকিকুর রহমান অপু, রেজাউল করিম হোসেল, মাজহারুল ইসলাম, সেবুল মিয়া, সামাটন খা, মামুন মিয়া, ফয়জুল মিয়া, জনি মিয়া, অলিউর রহমান, পারভেজ মিয়া, তানভীর আহমদ তামিম, ফখরুল গনি, আজমত আলী, সাদমান খান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি –
Leave a Reply