1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপদজনক বিদ্যুতের খুঁটি

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ছাতক প্রতিনিধি
ছাতকের কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাশাপাশি বিদ্যুতের দু’টি খুঁটি বিপদজনক অবস্থায় রয়েছে। খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিগত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি গরু-ছাগল, শিয়াল, কুকুর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার কৈতক গ্রামে মৃত মছদ্দর আলীর পুত্র সমুজ মিয়ার একটি গরু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ছাতক বিদ্যুৎ বিভাগকে অবগত করলে শুক্রবার সকালে ঝুঁকিপূর্ণ খুঁটির চারপাশ বাঁশের বেড়া দিয়ে প্রাথমিক ভাবে রক্ষিত করা হয়।
স্থানীয় লোকজন জানান, বিদ্যুতের খুঁটির জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে। তারা খোলাধুলা ও পিটি করতে পারছে না। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে খুঁটি অপসারণ অথবা পরিবর্তন করে নিরাপদ খুঁটি বসানোর জন্য সম্প্রতি একটি আবেদন বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাবরে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ অবগত হয়েও এখনো কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com