সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৫ আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সংঘর্ষে আহত রোগি ও তাদের স্বজনরা জানান, আজ সকাল ১১টার দিকে স্থানীয় কেউলা হাওরে মাছ ধরা নিয়ে কুবাজপুর গ্রামের ফিরোজ আলী ও এই এলাকার রফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘষে উভয় পক্ষের ১৫ আহত হন। আহতরা হলেন সুহেল মিয়া (৩১), আব্দুল কাইয়ুম (২১), মোজ্জামেল হোসেন (২২), জিলু মিয়া (২১), নজমুল হোসেন (৪৫), রফু মিয়া (৫০), মামুন মিয়া (২১), আবুল হোসেন (৪০), আমিনুল ইসলাম (২২), হামিদুল হক (২৭) আকতার হোসেন (২৮), সমছু মিয়া (৬০) ও আমিনা বেগম (১৮)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শারমিন আরা আশা বলেন, মারামারি ঘটনায় আহত ৪ জন ভর্তি করা হয়েছে। অপরাপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও সংঘর্ষের বিষয়ে তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply