স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের শপথ গ্রহণ অনুষ্ঠান জগন্নাথপুর পৌর সভা মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌরসচিব মোবারক হোসেন, প্যানল মেয়র শফিকুল হক ,কাউন্সিলর আবাব মিয়া,তাজিবুর রহমান,ব্যাবসায়ী দেলোয়ার হুসেন,বনিক সমিতির সভাপতি আবদার হুসেন, এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বনিক সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ,কাউন্সিলর দ্বীপক গোপ,খলিলুর রহমান,আয়ারুণ নেছা, মিনা রানী পাল, র্নাগিস ইসমিন,আফিজ উদ্দিন,আশ্রব উল্লা,মকবুল হুসেন ভ’ইয়া,দিলবর হুসেন,হারুন মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনে সেক্রেটারী পদে জাহির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ভূঁইয়া বিজয়ী হন। বুধবার তাদের শপথবাক্য পাঠ করান পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। পরে নির্বাচিতদের পৌর পরিষদের পক্ষে ক্রেষ্ট তুলে দেন মেয়র।
Leave a Reply