1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

ধর্মপাশায় ছুরিকাঘাতে আহত ১

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পাওনা টাকা আদায় নিয়ে তর্কের জের ধরে ছুরিকাঘাতে সালাম মিয়া (১৭) নামের এক যুবক আহত হয়েছেন। সালাম উপজেলা সদর ইউনিয়নের দশধরী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ফিউচার লিডার কিন্ডার গার্টেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সালামকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে সবুজ মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। সবুজ মিয়া একই ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই কিন্ডার গার্টেনের সামনের সড়কে সালামের ভাইয়ের একটি ডেকোরেশনের দোকান রয়েছে। গত কয়েকদিন আগে ওই দোকানের একজন কর্মচারী পার্শ্ববর্তী সবুজ মিয়ার খাবারের হোটেলে ৩০ টাকা বাকিতে নাস্তা করে এবং নাস্তার ডেকোরেশনের মালিক পরিশোধ করবে বলে জানায়। কিন্তু সেই টাকা পরিশোধ না হওয়ায় সালাম ও সবুজ মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি স্থানীয়রা শেষ করে দিলেও সোমবার দুপুর ১২টার দিকে এ নিয়ে আবারও তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সবুজ তার দোকানে রাখা ছুরি দিয়ে সালামের পেটে আঘাত করে।
ধর্মপাশা থানার এসআই মো. রুকনোজ্জামান বলেন, বকেয়া টাকা পাওনা নিয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে শেষ হওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে উভয়পক্ষের লোকজন জানিয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com