1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড॥অর্ধ কোটি টাকার ক্ষতি

  • Update Time : শনিবার, ২ মে, ২০১৫

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পাকা বশত ঘর আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। এতে কম পক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধা স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার আউশকান্দি গ্রামের আব্দুর রউফ সহপরিবারে বসবাস করেন আউশকান্দি বাজারে। বাড়িতে আব্দুর রউফ এর বৃদ্ধা মা ও তার ছোট ভাই আজাদ বসবাস করেন। বৃহস্পতিবার রাতে আজাদ বাড়িতে ছিলেননা। রাত সাড়ে ১১টার দিকে ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন আব্দুর রউফকে খবর দেয়। সাথে সাথে আব্দুর রউফসহ স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। এ সময় ঘরের ভেতরে অবস্থানরত বৃদ্ধা মাকে আব্দুর রউফ উদ্ধার করে নিয়ে আসেন। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে পুরো ঘরটি আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। গৃহকর্তা আব্দুর রউফ জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। তিনি জানান,আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com