1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

সিলেটের ক্বীনব্রিজ মোড় থেকে দুই ছিনতাইকারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ মোড় থেকে দুজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে শহরতলির বালুচরের জোনাকি আবাসিক এলাকার কাদির মিয়ার ছেলে আলী হোসেন (২৩) ও বিয়ানীবাজারের চারখাইয়ের আলী রাজা চৌধুরীর ছেলে আনহার রাজা চৌধুরী রনি (২৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মূসা সিলেটভিউ২৪ডটকমকে বলেন- আটককৃতদের কাছ থেকে ৭ হাজার টাকা, মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।

মহানগর পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গত মঙ্গলবার ব্রাক শিবগঞ্জ শাখার কর্মসূচি সংগঠক শফিকুল ইসলাম ও জুনিয়র কর্মকর্তা অমিত দেব (২৮) ৯৩ হাজার টাকা নিয়ে কাজে যাচ্ছিলেন। এসময় বালুচর এলাকায় ধৃত ছিনতাইকারীরা তাদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com