1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পাইলগাঁও ইউনিয়নে চমক দেখিয়ে তিনি উধাও - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:

পাইলগাঁও ইউনিয়নে চমক দেখিয়ে তিনি উধাও

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩২৭ Time View

স্টাফ রিপোর্টার:: গত ২৮ মে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার জয়ী হয়েছেন ছয় লন্ডন প্রবাসী। তন্মেধ্যে পাইলগাঁও ইউনিয়নে বিজয়ী লন্ডন প্রবাসী মখলিছুর রহমান অনেকটা চমক দেখিয়েই বিজয়ী হয়েছেন। নির্বাচনের শেষ মুহুর্ত অবধি কেউ বিশ্বাস করতে পারিনি তিনি বিজয়ী হবেন। এমনকি তার ঘনিষ্টজন ও সমর্থকদের অাশা ছিল একটা সন্মানজনক ভোট পাওয়ার। ইউনিয়নের হ্যাভিওয়েট দুই চেয়ারম্যান প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়ে অনেকটা চমক দেখালেও নির্বাচনের পর পর থেকে তিনি উধাও হয়ে গেছেন। তাঁর ঘনিষ্টজনরা জানিয়েছেন বিজয়ী হওয়ার দুই দিন পর তিনি আবারও চলে যান লন্ডনে। যে কারণে ইউনিয়নের অনেকেই তাকে এখনো চিনতে পারেননি। ইউনিয়নবাসী জানান, অনেকটা বসন্তের কোকিলের মতো আগমন ঘটে মখলিছুর রহমানের। নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে এসে প্রার্থী হন। প্রচুর অর্থবৃত্তের মানুষ মখলিছুর রহমান বিজয়ী হবেন না ভাবলেও তিনি সব অসম্ভবকে সম্ভব করে বিজয়ী হন। গোতগাঁও গ্রামের বাসিন্দা মখলিছুর রহমান স্থানীয় তিনিটি গ্রামের মানুষকে নিয়ে আঞ্চলিকতার আওয়াজ তুলে ভোটযুদ্ধে বিজয়ী হয়ে যান। শ্যামারগাঁও, গোতগাঁও ও আলীপুর গ্রাম নিয়ে তিনটি ভোটকেন্দ্রে আঞ্চলিকতায় তিনি এগিয়ে যান। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজলকে পেছনে ফেলে তিনি ঘোড়া প্রতীক নিয়ে দৌঁড়ে চ্যাম্পিয়ান হন। সরকারী বেসরকারী বিভিন্ন দায়িত্বশীল সংস্থার প্রতিবেদন ও গনমাধ্যম কর্মীদের হিসেব নিকেষকে ভূল প্রমানিত করে মখলিছুর রহমান চমক দেখালেও নির্বাচনের পর পর তিনি লন্ডন চলে যাওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে মিশ্র্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তাঁর ঘনিষ্টজনরা জানিয়েছেন শপথ গ্রহনের আগেই তিনি দেশে ফিরবেন। পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ভোটার চঞ্চল দাস জানান, কে আমাদের চেয়ারম্যান হলেন তাকে এখনো চিনতে পারিনি। কারণ ভোটের সময় তিনি আমাদের এলাকায় আসেননি। এমনকী তার পোষ্টারও খুব একটা ছিল না। শুনেছি তিনি আবার লন্ডন চলে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com