1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সাংবাদিক আল-হেলালের বক প্রতীক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সাংবাদিক আল-হেলালের বক প্রতীক

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৩৩৭ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদে ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সাংবাদিক আল-হেলালের বক প্রতীক। ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সদর উপজেলার বনগাও সীমান্ত সংলগ্ন স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কার্যালয়ে ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজের সমর্থনে বক্তব্য উপস্থাপন ও গান পরিবেশনের মধ্যে দিয়ে ভোট প্রার্থনা করেছেন জেলা পরিষদের ৬নং সদর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাংবাদিক শিল্পী আল-হেলাল।

রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সচিব ভূদিপ কুমার রায় বর্মণ শিলু বাবুর পরিচালনায় অনুষ্ঠিত গণ সংযোগ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রঙ্গারচর ইউনিয়ন পরিষদের ১-৩নং ওয়ার্ডের সদস্যা সখিনা বেগম,৪-৬নং ওয়ার্ডের সদস্যা রাবেয়া বেগম,৭-৯ নং ওয়ার্ডের সদস্যা জাহানারা বেগম,১নং ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া,২ নং ওয়ার্ডের সদস্য মাওলানা জহুরুল হক,৩নং ওয়ার্ডের সদস্য শরকত আলী, ৪নং ওয়ার্ডের সদস্য আমীর আলী, ৫নং ওয়ার্ডের সদস্য সুরুজ মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য হোসেন মিয়া,৭নং ওয়ার্ডের সদস্য আরব আলী, ৮নং ওয়ার্ডের সদস্য আসাদ মিয়া,৯নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বাবুল প্রমুখ। জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলীর সভাপতিত্বে বক প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত পৃথক মত বিনিময় সভায় উপস্থিত থেকে আল-হেলালের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সদস্য আব্দুল আজিজ,নজরুল ইসলাম মানিক,আব্দুল মালেক,বাচ্চু মিয়া,আবুল খায়ের,ইসমাইল হোসেন,আব্দুল লতিফ,আব্দুল মোতালিব,আলী আকবর,মহিলা সদস্যা ফাতেমা বেগম,শাহেরা বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।

সভায় সাংবাদিক আল-হেলাল বলেন,১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বৃহত্তর রঙ্গারচর ইউনিয়ন এলাকায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে যোদ্ধাহত অবস্থায় আমার পিতা বেঁচে আছেন। আমিও মানবতার সেবায় পেশাগত মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছি। এ এলাকার জনগনের সাথে প্রকৃতিগতভাবে আমার রক্তের সম্পর্ক গড়ে উঠেছে। আমি রক্তের সম্পর্ককে আত্মার সম্পর্কে উন্নীত করে আপনাদের সুখ দু:খের সাথী হয়ে বেঁচে থাকতে চাই। ইনশাল্লাহ সবসময় সকল আপদে বিপদে আমাকে সকলের আগে পাবেন।

আল-হেলালের বক্তব্যের জবাবে ইউপি সদস্য ও সদস্যারা বলেন,বেরীগাও গ্রামে গরীব রিক্সা চালকের গরু চোরকে আটক করার ঘটনায় পুলিশের আগে পঙ্গু হয়েও ঘটনাস্থলে ছুটে এসেছেন আল-হেলাল। পূর্বের পরিষদের অনেক জুলুম ও বৈষম্যের ঘটনায় সদস্য সদস্যাদের পাশে দাড়িয়ে সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদসহ অনেক নারী নির্যাতনের প্রতিবাদের ঘটনায় শহরের মানববন্ধনে তাকে নেতৃত্ব দিতে দেখেছি। আমরা আপাতত সকল প্রার্থীর কথা শুনবো। নির্বাচনে আমরা সকল বিষয় মাথায় রেখে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে সচেষ্ট হবো। রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন,চেয়ারম্যান প্রার্থীর ব্যাপারে আমরা পরিষদ ইতিমধ্যে একজনকেই কথা দিয়েছি ও সিদ্বান্ত নিয়েছি। অন্যান্য পদের প্রার্থীদের ব্যাপারে জেনে শুনে বুঝে সিদ্বান্ত নেবো। অন্যদিকে আল-হেলাল পবিত্রতার প্রতীক বক মার্কায় তাকে ভোট দানের জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com