1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন:ভোটার তালিকার গড়মিল-অনেকেই ভোট দিতে পারেননি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন:ভোটার তালিকার গড়মিল-অনেকেই ভোট দিতে পারেননি

  • Update Time : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ১৮৮ Time View

স্টাফ রিপোর্টার::
ভোটার তালিকার ভোটার নাম্বারে গড়মিল ও নাম ভোট কেন্দ্রের তালিকায় না থাকায় অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগ, বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরাও।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন অনেকেই। এছাড়া বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং অফিসারকে অবগত করা হয়েছে।
ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন হাছননগরের বাসিন্দা জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ।
নাদির আহমদ জানান, একইভাবে হাছননগর এলাকার ফরহাদ রশিদ চৌধুরী, জোনাকি বেগমও ভোট দিতে পারেননি।
দুপুর আড়াইটায় হাছননগর আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা কাটাকাটি করছেন বেশ কয়েকজন। তাদের সাথে কথা বলে জানা যায়, কিছু দিন আগে পাওয়া স্মার্ট কার্ড নিয়ে তারা এসেছেন ভোট দিতে। কিন্তু কেন্দ্রের পোলিং অফিসারগণ জানান, কার্ড ও প্রার্থীদের দেয়া ভোটার তালিকা নাম্বারের সাথে কেন্দ্রের ভেতরের তালিকার মিল নেই। তাই তারা ভোট দেয়ার সুযোগ দিতে পারছেন না। প্রায় প্রতিটি কেন্দ্রেই এই পরিস্থিতির শিকার হয়েছেন নানা শ্রেণি পেশার ভোটারগণ।
হাছননগরের আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রিসাইডিং অফিসার সৈয়দ আহমদ শাহলানের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘ আমাদের কিছু করার নেই। তালিকায় নাম্বার না থাকায় ভোটারগণ এই সমস্যায় পড়েছেন। আমরাও এই সমস্যায় পড়েছি। ’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের রুমে থাকা হাছননগরের ভোটার ২৮ বছর বয়সী মোছা. চায়না বেগম ও ২৯ বছর বয়সী ভোটার পারভিন বেগম স্মার্ট কার্ড দেখিয়ে বললেন,‘ আমরা গত তিন-চার নির্বাচনে ভোট দিয়েছি। এখন নাম্বারের কারণে আমরা ভোট দিতে পারছি না। আরও বহু মানুষ এই সমস্যায় বাড়ি ফিরে গেছেন।’
এসময় ওই কেন্দ্রে অবস্থানরত নির্বাচন কমিশনের পর্যবেক্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় কথা বলেন ও ওয়েবসাইটে লগইন করে নতুন ভোটার তালিকার নাম্বার জানান। এরপর দুই ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
তালিকায় গড়মিল ও নাম্বার না থাকায় বিষয়ে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে বললেন,‘এটা নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কারো হাত নেই। হয়ত প্রার্থীগণ নতুন তালিকা সংগ্রহ না করে পুরাতন তালিকা সংগ্রহ করেছেন। যার কারণে সাধারণ ভোটারগণের এই সমস্যা হয়েছে। অনেকের নাম্বার নতুন তালিকার সাথে না মেলায় এই সমস্যায় পড়েছেন। ’
তিনি আরও বলেন,‘ ভোটার তালিকার বিষয়ে প্রিসাইডিং, পুলিং, এজেন্ট এমনকি আইনশৃংখলা বাহিনীর লোকজনও এই সমস্যার সস্মুখিন হয়েছেন। নতুন-পুরাতন তালিকা নিয়ে এই সমস্যাটি হতে পারে। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com