1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
উত্তেজনাবর্ধক পিলে ট্রাম্পের মুখচ্ছবি, লন্ডনে বিক্রির ধুম পড়েছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

উত্তেজনাবর্ধক পিলে ট্রাম্পের মুখচ্ছবি, লন্ডনে বিক্রির ধুম পড়েছে

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৩১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হঠাৎ করে যুক্তরাজ্যের বাজারে একটি ওষুধের বিক্রি ব্যাপক সাড়া ফেলেছে। লন্ডনের রাস্তায় রাস্তায় এটি দেদারছে বিক্রি হচ্ছে। অনলাইনেও ঘোষণা দিয়ে বিক্রি করা হচ্ছে। এক পিস ওষুধের দাম হাঁকা হচ্ছে ৮ পাউন্ড, তিনটি একসঙ্গে নিলে ২০ পাউন্ড।

জানা যায়, এই ওষুধে মাত্রাতিরিক্ত উত্তেজনা তৈরি করে। ফলে এটির ক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছেন টিনেজাররা। এসব খবরের সঙ্গে বাড়তি যেটি যোগ করেছে তাহলো, উত্তেজক ওষুধটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখমণ্ডলের আদলে তৈরি।

গোলাপি ও কমলা রঙের ওষুধটির উৎপাদন আমস্ট্রারডমে। এতে উচ্চমাত্রার এমডিএমএ আছে, যেটি শারীরিকভাবে ক্ষতিকর বলে খবর দিয়েছে দ্য স্টার সানডে।

যুক্তরাজ্যের একটি ওয়েবসাইটে এক হাজার পিস ‘ট্রাম্প পিল’ বিক্রির জন্য মাত্র এক হাজার ২শ’ পাউন্ডের বিশেষ অফার ঘোষণা করা হয়েছে।

মজার ব্যাপার, সেখানে কিছুটা পরিবর্তন করে লেখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিখ্যাত সেই উক্তি, ‘ট্রাম্প পার্টিকে আবার বিখ্যাত করে তুললেন।’

পণ্যটির আরেক বর্ণনায় বলা হয়েছে, ট্রাম্প নিজে তার মুখমণ্ডল আকৃতির দুটির মধ্যে গোপালি পিলটির মান নিশ্চিত করেছেন। খেলে মাথা পুরো শীতল হয়ে যাবে।

ম্যানচেস্টারের এক ব্যক্তি দ্য স্টার সানডেকে জানান, বিশ্বে ইতোমধ্যে ‘মাথা গরমের’ জন্য বিখ্যাত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তার জনপ্রিয়তাকে ব্যবহার করে ওষুধের কার্যকারিতায় বলা হচ্ছে, খেলে মাথা একদম শীতল হবে।

গত মাসেই পুলিশ এ ধরেনের একটি উত্তেজক ওষুধ ‘আইকেয়া’ বিষয়ে স্বাস্থ্যঝুঁকির সতর্কতা জারি করে। তারা আরো জানায়, এসব ওষুধ গ্রহণে টিনেজারদের মৃত্যু পর্যন্ত হয়।

এমনই ওষুধ গ্রহণের পর ১৮ বছর বয়সী স্টিভ হেইলার মারা যান। পরে এ ঘটনায় পুলিশ জার্সি দ্বীপ এলাকা থেকে তিনজনকে আটক করে এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করে।

সূত্র: দ্য স্টার সানডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com