1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ভোটের আগে ভোট - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

জগন্নাথপুরে ভোটের আগে ভোট

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১০৮৯ Time View

বিশেষ প্রতিনিধি::

ষাটোর্ধ্ব আব্দুল হেকিম একজন ভোটার। ইভিএম কী তা জানেন না তিনি। প্রচন্ড আগ্রহ আর শঙ্কায় ছিলেন ইভিএম নিয়ে। তবে এবার ভোটের আগে ইভিএম-এ ভোট দিতে পেরে আনন্দিত তিনি। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্রে ইভিএম প্রদর্শনীতে ভোট দেওয়া শেখার পর আব্দুল হেকিম এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘হুনছি ইবার মেশিনে (ইভিএমএ) ভোট অইব। জীবনে কোনোদিন মেশিনে ভোট দিছি না। এর লাগি ভয় ভয় করছিল। ভয়ের লগে আগ্রহও আছিল। মেশিনে ভোট কিলা দেইন, ইতা হিকানি অর- অউ খবর পাইয়া কেন্দ্রে আইয়া ভোট দেওয়া হিকছি। মেশিনে আঙুলর চাপ দেওয়ার পরে আমার ছবি ভাসছে। এরপর একটা চিহেৃ টিপা দিছি, ভোট অইগেছে। এখন খুবই ভালা লাগের। কেউ জাল ভোট দিতা পারতা নায়।’ এই আব্দুল হেকিমের মতো অনেক ভোটার জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে জাল ভোটের সুযোগ নেই।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুরসহ সারাদেশের ৬৬টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো জগন্নাথপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। নতুন এই পদ্ধতির সঙ্গে ভোটাররা অপরিচিত। এজন্য আজ বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন কার্যালয়ের উদ্যোগে পৌরসভার প্রতিটি কেন্দ্রে স্থানীয় ভোটারদের অংশগ্রহণে মগ ভোটিংয়ের (ভোট প্রদান প্রদর্শনী) আয়োজন করা হয়।

এবার জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের আয়োজন করায় অনেক প্রার্থী নিজের পক্ষে প্রচারের পাশাপাশি ভোট প্রদানের পদ্ধতি বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন।

জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘ভোট চাইতে গেলে ভোটাররা জানতে চান ইভিএম মেশিনে কীভাবে ভোট হবে। ভোটারদের মুঠোফোনের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি শেখাতে হচ্ছে। তবে আজ ভোট প্রদান প্রদর্শনী আয়োজন করায় ভোটারদের মধ্যে সচেতনতা আরও বাড়বে।’

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া বলেন, ‘ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদের কোনো ধারণা নেই। এ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন আরও বেশি দরকার ছিল। আমরা ভোটারদের নিকট ইভিএম পদ্ধতির ব্যবহার তুলে ধরছি।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুনুজ্জামান বলেন, ‘অনুন্নত পৌর এলাকায় ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের আয়োজন ঠিক হয়নি। এ পদ্ধতিতে ভোটারদের কোনো জ্ঞান না থাকায় নির্বাচনে কারচুপির সুযোগ রয়েছে।’

জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। আমরা ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট প্রদান করা হয় সে সম্পর্কে মগ ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের ধারণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের ভোট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com