1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

আ.লীগ নেতা ব্যারিষ্টার ইমন রিমান্ডে

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যারিস্টার এনামুল কবীর ইমনকে।

রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকায় মিছিল থেকে বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টির অভিযোগের এক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার রাত ১টার দিকে তাকে ধানমন্ডির ৭ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

ব্যারিস্টার এনামুল কবীর ইমনের স্ত্রী ও তার আইনজীবী ব্যারিস্টার ফারজানা শীলা জানান, কয়েকদিন আগে ঢাকায় একটি মিছিল থেকে ভাঙচুর ও বোমাবাজি করা হয়েছে- এমন একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। যে তারিখের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি সেসময় দেশের বাইরে ছিলেন। আদালতে তার বিদেশে থাকার কাগজপত্র দেওয়ার পরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ব্যারিস্টার এনামুল কবীর ইমন সুনামগঞ্জ জেলা পরিষদে দুই দফায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। পাওয়ার গ্রিড বাংলাদেশের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বও পালন করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com