1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কোরআন থেকে শিক্ষা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৩ Time View
আয়াতের অর্থ : ‘আল্লাহ যা ইচ্ছা তা নিশ্চিহ্ন করেন এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন। তাঁর কাছে আছে উম্মুল কিতাব। তাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখাই অথবা যদি এর আগে তোমার মৃত্যু ঘটাই—তোমার দায়িত্ব শুধু প্রচার করা এবং হিসাব-নিকাশ তো আমার কাজ।’ (সুরা রাআদ, আয়াত : ৩৯-৪০)

আয়াতদ্বয়ে ভাগ্য লিপিবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ পুরো বছরের যাবতীয় বিষয় ঠিক করে রাখেন। অতঃপর তিনি যা ইচ্ছা পরিবর্তন করেন এবং যা ইচ্ছা অপরিবর্তিত রাখেন।

২. মুজাহিদ (রহ.) বলেন, আল্লাহ জীবন ও মৃত্যু, সৌভাগ্য ও দুর্ভাগ্য কখনো পরিবর্তন করেন না। তবে অন্য বিষয়গুলো চাইলে পরিবর্তন করেন।

৩. নবীজি (সা.) বলেন, বান্দা তার গুনাহের কারণে নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। আর দোয়াই কেবল তাকদির পরিবর্তন করতে পারে।

৪. মুজাহিদ (রহ.) বলেন, কদরের রাতে আল্লাহ সারা বছর যে রিজিক বা মুসিবত হবে তার ফায়সালা করেন।

৫. বায়তুল্লাহ তাওয়াফের সময় ওমর (রা.) নিজের গুনাহ ও দুর্ভাগ্য মিটিয়ে দেওয়ার দোয়া করতেন।

(তাফসিরে ইবনে কাসির : ৫/৪৭৪)

সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com