জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি প্রশাসন ব্যবস্থায় যে অসঙ্গতি তা সংস্কার করতে ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালযের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানে জনশক্তি রপ্তানির সম্ভাবনা, সমস্যা ও করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাপানে আগামী ৫ বছরে অন্তত ১ লাখ বাংলাদেশি কর্মীর কাজ পাওয়ার সুযোগ রয়েছে, এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, দুর্নীতি করতে সরকারি কাজে সব প্রক্রিয়াকে বিলম্ব করা হয়। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে। দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান চুক্তি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। কারণ, বিগত চুক্তিতে দুর্নীতি লুকায়িত ছিল।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুতফে সিদ্দিকী। সূত্র-খবরের কাগজ