স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া-তেলিকোণা ও চন্ডিচর সড়কটি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে জনদুর্ভোগে পড়েছেন ৯ গ্রামবাসী। এবার সড়কটি সচল করতে এলাকাবাসীর অর্থায়নে মেরামত কাজ শুরু হচ্ছে।
শুক্রবার বিকেলে এলাকাবাসির আয়োজনে স্থানীয় মোহম্মদগঞ্জ বাজারে সড়ক মেরামত বিষয়ে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী জুবায়ের আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল শাহজাহান মাহমুদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা, সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন, এলাকার মাওলানা মতিউর রহমান, ইজাজুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয়, জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসীর অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।
স্থানীয়রা জানান, ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় আর সম্প্রতিকালের দুই দফা বন্যায় কলিয়া-তেলোকোণা চন্ডিচর সড়কটি বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী
তেলিকোণা, কান্দারগাঁও, নোয়াগাঁও, জগদ্বীশপুর, শ্রীধরপাশা কাদিপুরসহ ৯ গ্রামের লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন।এছাড়া এ সড়ক দিয়ে পাশ্ববর্তী দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার একাংশের লোকজন জগন্নাথপুরে চলাফেরা করেন। চলমান বন্যায় সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশে বড় বড গর্ত, ভাঙাচুরা, আর খানাখন্ডে যানবাহন চলাচলে অনুযোগি হয়ে পড়ায় একমাত্র পায়ে হেঁটে চলাচল করতে হয় লোকজনকে।
যেকারণে এলাকাবাসিকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক মেরামতের উদ্যোক্তাদের একজন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা বলেন, সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট দুই দফা বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে গ্রামীণ এ সড়কটি। আমাদের এলাকার লোকজনের মতামতের ভিত্তিত্বে
এলাকাবাসির অর্থায়নে সড়কে সংস্কার কাজ শুরু হচ্ছে।
এরই মধ্যে এলাকায় কেউ কেউ ৫০ হাজার ১০ হাজার, ২০ হাজার টাকা করে দিচ্ছেন। আমরা আজ ( গতকাল) থেকে মেরামতের সামগ্রী কেনা শুরু করেছি।
কলকলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া জানান, জনসাধারণের চলাফেরার সুবিধার্থে এলাকাবাসি উদ্যেগে আমরা সড়ক মেরামত করছি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কলকলিয়া-তেলিকোণা সড়কসহ জগন্নাথপুরের গ্রামীণ সড়কগুলো সংস্কারের জন্য আমরা তালিকা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাচ্ছি।