1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিএনপির ভারমুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিএনপির ভারমুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৫০০ Time View

স্টাফ রিপোর্টার:: অনেক জল্পনা-কল্পনা শেষে পূর্নাঙ্গ মহাসচিব হলেন দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার তাকে বিএনপির মহাসচিব মনোনীত করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফখরুলকে মহাসচিব মনোনীত করার এমন সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন বিএনপি নেতারা।

এর আগে গত ১৯ তারিখ অনুষ্ঠিত দলের ষষ্ট জাতীয় কাউন্সিলে মহাসচিবসহ দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির পদগুলোতে নেতা নির্বাচনের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব খালেদা জিয়াকে দেন কাউন্সিলররা। কাউন্সিলরদের দেয়া ক্ষমতা বলেই ফখরুলকে মহাসচিব নির্বাচিত করলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘দলের সকল নেতাকর্মীদের আশা ছিল ফখরুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করবেন খালেদা জিয়া। আর আজকে তাকে মহাসচিব নির্বাচিত করায় আমরা আনন্দিত। আমি আশা প্রকাশ করছি, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবেন। মহাসচিব নির্বাচিত হওয়ায় আমি ফখরুল ইসলামকে অভিনন্দন জানাই।’

দলের আরেক স্থায়ী কমিটির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, ‘তিনি (ফখরুল) ভারপ্রাপ্ত মহাসচিব যেদিন হয়েছিলেন সেদিন থেকেই মহাসচিবের মত কাজ করেছেন। তিনি অনেকবার কারাগারে ছিলেন। দলের মহাসচিব হিসেবে বেগম খালেদা জিয়া তাকে নির্বাচিত করেছেন, এটা তার সঠিক সিদ্ধান্ত। আমি ফখরুল ইসলামকে অভিনন্দন জানাই।’

দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মহাসচিব হতে গেলে যেসব গুণাবলী থাকা দরকার তার সবগুলোই তার (ফখরুল) মধ্যে আছে। তিনি দলের জন্য ত্যাগী। আর তিনি মহাসচিব হবেন এটা আমার বিশ্বাস ছিল। তাকে মহাসচিব নির্বাচিত করে নেত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’
দলের আরেক ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘খালেদা জিয়া সঠিক এবং পরিছন্ন একজন রাজনীতিবিদকেই মহাসচিব নির্বাচিত করেছেন। আমি ফখরুল ইসলামকে অভিনন্দন জানাই।’

চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘মহাসচিব নির্বাচিত হওয়ায় আমি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানাই। এটা তার প্রাপ্য ছিল। বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’

চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আহমদ আজম খান বলেন, ‘খালেদা জিয়ার এ সিদ্ধান্ত সঠিক এবং প্রশংসনীয়। তার এ সিদ্ধান্তকে সবাই স্বাগত জানাবে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই।’

এদিকে মহাসচিব পদ ছাড়াও সিনিয়র যুগ্ন মহাসচিব পদে রুহুল কবির রিজভী আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে নির্বাচিত করেছেন খালেদা জিয়া। এর আগে শেষ কমিটিতে রিজভী আহমেদ যুগ্ন মহাসচিব এবং মিজানুর রহমান সিনহা কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ দলের তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর ২০ মার্চ চেয়ারপারসন মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন খালেদা জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com