1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে নির্মিত হচ্ছে বিটিভির পূর্ণাঙ্গ স্টেশন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

সিলেটে নির্মিত হচ্ছে বিটিভির পূর্ণাঙ্গ স্টেশন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: সিলেটে নির্মিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশ (বিটিভি) এর পূর্ণাঙ্গ স্টেশন। প্রায় ২১ বছর ধরে আলোর মুখ দেখছে বিটিভি’র সিলেট কেন্দ্র। ১৯৯৫ সালে তৎকালীন সরকার সিলেটে পূর্ণাঙ্গ স্টেশন চালুর উদ্যোগ নিলেও এতোদিন তা লালফিতায় বন্দি ছিলো।

জানা যায়, চায়না বায়ার্স ক্রেডিটে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য পাঁচটি পূর্ণাঙ্গ স্টেশন নির্মাণে দুটি চীনা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় ধারা হয়েছে ৯৬৯ কোটি ৪১ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রকল্পের নীতিগত অনুমোদন দেয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

সিলেট ছাড়াও দেশের আরো চার বিভাগীয় শহর রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনায় এ টিভি স্টেশনগুলো নির্মাণ করা হবে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে এ টিভি স্টেশন নির্মাণের কাজ পেয়েছে যৌথভাবে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেড (এএলআইটি)’ এবং ‘রেডিও ফিল্ম অ্যান্ড টিভি ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (ডিআরএফটি)’। প্রয়োজনীয় পণ্য সরবরাহ, ভৌত কাজ ও সেবা ক্রয়ের একক উৎস হিসেবে টার্ন-কি পদ্ধতিতে এ প্রতিষ্ঠান দুটি কাজ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৯৬৯ কোটি ৪১ লাখ টাকা।

জানা গেছে, ৯০ এর পরববর্তী তৎকালীন বিএনপি সরকার সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। চট্টগ্রামে অনেক আগেই তা বাস্তবায়িত হলেও সিলেটের প্রকল্পটি এতোদিন ছিলো হিমাগারে।

বিটিভি সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের বৈচিত্রময় সংস্কৃতি, কৃষ্টি দেশবাসীর কাছে তুলে ধরতে ১৯৯৫ সালে সরকারের পঞ্চম বার্ষিকী পরিকল্পনার অধীনে সিলেটে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

ঐ বছরের ১৫ ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান টিলাগড়ে বাংলাদেশ বেতারের প্রেরণ কেন্দ্রের জায়গায় পূর্ণাঙ্গ টিভি স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই স্টেশন স্থাপনে সরকার বরাদ্দ দিয়েছিল ২৭ কোটি টাকা। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সিকি পরিমাণও কাজ হয়নি কেন্দ্রটির। বরাদ্দকৃত ২৭ কোটি টাকার হদিস জানেন না কেউ। এক যুগেরও বেশি সময়ে এখন উঁচু ঘাসের আড়ালে পড়ে গেছে ভিত্তিপ্রস্তরটি।

জানা গেছে, তৎকালীন সময়ে পরিকল্পনাধীন প্রকল্পের মধ্যে ছিল ১৫০ বর্গমিটার আয়তনের একটি স্টুডিও নির্মাণ, ১২০ মিটার উঁচু টাওয়ার, ৩ টি পৃথক টিএন্ডটি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, বহিঃদৃশ্য ধারণের জন্য ৩ টি সম্পাদনা স্টুডিও, মাইক্রোওয়েভ যোগযোগ কেন্দ্র, যন্ত্রপাতি, ডরমিটরি, বিদ্যুৎ সাবস্টেশন এবং পুলিশ ব্যরাক নির্মাণ।

এদিকে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত সিলেটে বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন। অর্থমন্ত্রীর সেই প্রতিশ্রুতির অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com