1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

⚡বজ্রপাতের সময় এসি-টিভি-ফ্রিজ সুরক্ষিত রাখবেন যেভাবে

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫

বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ, যার প্রভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। প্রতি বছর বজ্রাঘাতে অনেক মানুষের মৃত্যু ঘটে, পাশাপাশি হাজার হাজার টাকার বৈদ্যুতিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের সময় ঘরে থাকা এসি, টিভি, ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সুরক্ষিত রাখতে সচেতন হওয়া খুবই জরুরি।

🔌 ১. ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ ও সংযোগ বিচ্ছিন্ন রাখা

বজ্রপাত শুরু হলে প্রথম যে কাজটি করা উচিত, তা হলো এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, রাউটার ইত্যাদি যন্ত্রপাতি বন্ধ করে দিয়ে বৈদ্যুতিক সকেট থেকে তাদের প্লাগ খুলে রাখা। কারণ বজ্রপাতের ফলে বিদ্যুৎ লাইনে তাৎক্ষণিক ভোল্টেজ বৃদ্ধি পেতে পারে, যা সরাসরি যন্ত্রপাতির সার্কিটে আঘাত হানে এবং ক্ষতির কারণ হয়।

⚙️ ২. সার্জ প্রোটেক্টর বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার

সার্জ প্রোটেক্টর একটি নিরাপত্তা ডিভাইস যা অতিরিক্ত ভোল্টেজের বিরুদ্ধে ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সুরক্ষা দেয়। এটি ব্যবহার করলে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেলেও আপনার মূল্যবান যন্ত্রপাতি নিরাপদ থাকবে। এছাড়া ফ্রিজ বা এসির ক্ষেত্রে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ।

🌍 ৩. ঘরে উপযুক্ত আর্থিং ব্যবস্থা রাখা

সঠিক আর্থিং (Earthing) কোনো ভবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের সময় বিদ্যুৎ সরাসরি বৈদ্যুতিক লাইনে প্রবাহিত হয়ে যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। ভালো মানের আর্থিং থাকলে এই অতিরিক্ত বৈদ্যুতিক শক্তি নিরাপদভাবে মাটিতে চলে যায় এবং যন্ত্রপাতি সুরক্ষিত থাকে।

🔌 ৪. ইউপিএস ও সার্জ গার্ড ব্যবহারের গুরুত্ব

কম্পিউটার বা সার্ভারের মতো সংবেদনশীল যন্ত্রের জন্য ইউপিএস (UPS) ব্যবহার করা উচিত। ইউপিএস শুধুমাত্র বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ দেয় না, এটি সার্জ প্রোটেকশনের কাজও করে। তদ্রূপ, সার্জ গার্ড লাগালে বিদ্যুতের আচমকা ওঠানামার ফলে যন্ত্রপাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়।

💼 ৫. ইলেকট্রনিক যন্ত্রের জন্য ইনস্যুরেন্স বিবেচনা করুন

যদি আপনি অফিস বা প্রতিষ্ঠানে ব্যয়বহুল ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেন, তাহলে ইনস্যুরেন্স নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি বজ্রপাত বা আগুনের মতো আকস্মিক বিপর্যয়ের সময় আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করবে।


✅ উপসংহার

বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে এর ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব। আপনার প্রিয় যন্ত্রপাতিগুলো যেন হঠাৎ করে নষ্ট না হয়ে যায়, সেজন্য উপরের পরামর্শগুলো মেনে চলুন এবং পরিবারের সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করুন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com