1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে সরকারীভাবে ধানের মূল্যে বৃদ্ধির দাবী জানালেন কৃষকরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে সরকারীভাবে ধানের মূল্যে বৃদ্ধির দাবী জানালেন কৃষকরা

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৮৭৭ Time View
বিশেষ  প্রতিনিধি::
সরকারীভাবে ধানের মূল্য বৃদ্ধি করে কৃষকদের সহায়তা করার দাবী জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃষকরা। অন্যতায় বোরো চাষবাদের আগ্রহ কমে যাবে বলে জানিয়েছেন কৃষকরা।  এছাড়াও প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি কার্ড দেওয়ার জন্যও আহবান জানান তারা।
গতকাল রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, কৃষি ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের হোমরার হাওরের পাশে আয়োজিত বোরো ধান কাটা উৎসব উপযাপন উপলক্ষ্যে কৃষকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এমন দাবী করেছেন কৃষকরা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন শীল, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, কৃষক সৈয়দ আলী আহমদ, হিলাল মিয়া, মুক্তার আলী প্রমুখ।
সভায় কৃষকরা বলেন, বোরো আবাদে এখন ব্যয়বহুল। সে অনুপাতে সরকারীভাবে ধানের মূল্য কম। এতে করে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই সরকারীভাবে ধানের দাম বাড়ানো হলে উপকৃত হবেন কৃষকরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণসহ প্রয়োজনীয় সরকারী সহায়তা প্রদানে আহবান জানিয়েছেন কৃষকরা। কৃষকরা সরকারিভাবে নায্য মূল্যে ধান ক্রয়,না করলে ধান চাষে আগামীতে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবেন বলে জানান।
এরপূর্বে বুধরাইল গ্রামের হোমরার হাওরে বোরো ধান কাটার উৎসব’র উদ্বোধন করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর বোরো চাষাবাদ আশানুরূপ হয়নি। আবাদে যে পরিমান অর্থ ব্যয় হয়েছে তাতে করে ফলনে ক্ষতি হবে। কৃষকদের সুবিদার জন্য আমরা সরকারীভাবে ধানের দাম বৃদ্ধির জন্য আহবান জানাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা অনুয়ারী আমরা  কৃষক ও এলাকাবাসীদের নিয়ে বোরো ফসল কর্তন উৎসব করেছি। কৃষকদের সকল ধরনের সহায়তায় আমরা প্রস্তুুত রয়েছি।
জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও সরকারীভাবে ধানের মূল্যে নির্ধারিত হয়নি। সরকারী সিদ্ধান্ত না পাওয়া গেছে মূল্যের বিষয়টি বলা সম্ভব নয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের সুবিধায় সরকার এগিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com