1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জের ইনাতগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

নবীগঞ্জের ইনাতগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ১৯৩ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে বিভিন্ন কোম্পানীর লেভেল ব্যবহার করে নকল পণ্য তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে সিপন আহমদের ভাই রোমন আহমেদ(২৫) কে আটক করে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায় এক মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদাশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের সায়েদ উদ্দিনের পুত্র সিপন আহমদ দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ পূর্ববাজার সাবেক সোনালী ব্যাংকের পাশের বিল্ডিংয়ের দোতলায় ঘর ভাড়া নিয়ে ইলেক্ট্রিকসহ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেশের বিভিন্ন নামী দামী কোম্পানীর লেভেল ও শীল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরীর কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। ভেজাল তৈরীকৃত পণ্যগুলো হচ্ছে,ইস্পানী,প্রাণ,কোয়ালিটি গোল্ড টি,হৃদয় কিডস,দাদা লিচু ফ্লেইভার,ডিংডং হজমী,মিষ্টার বিল পটেটো,ভিটা মটর ভাজা,রেভেন লাচ্ছা,রুবি লাচ্ছা সেমাই,দেশ বন্ধু লাচ্ছা সেমাই,হল ফুড প্রোডাক্টসহ বিভিন্ন বেজাল পন্য সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার ভ’মি) আতাউল গণি ওসমানী একদল পুলিশ নিয়ে উক্ত বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে কারখানায় নিয়োজিত ৩শ্রমিকসহ সিপনের ভাই রোমনকে আটক করে মালামাল জব্দ করেন। পরে আটককৃত শ্রমিকদের ছেড়ে দিয়ে কারখানায় মালিক সিপনকে না পেয়ে তার ভাই রোমনকে বিশুদ্ধ খাদ্য আইন ২০০৯, ৪১,৪২,৪৩ ধারায় আদালত নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। পরে নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করলে রোমকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপরে সহকারী কমিশনার (ভ’মি) আতাউল গণি ওসমানী বলেন,এই নকল কারখানায় এমন কোন প্রডাক্ট নেই,যা তারা তৈরী করছেনা। বিশেষ করে শিশুদের প্রডাক্টই বেশী। এটা অত্যান্ত ঝুকিপূর্ণ। সামান্য স্বার্থের জন্য এত বাজে কাজ করা এটা আমাদের জন্য কষ্টদায়ক। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চেšধুরী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এএসআই বিশ^জিৎ,সার্ভেয়ার মো: ওলি উল্লাহ,তহশিলদার আব্দুল কাইয়ুম প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com