1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে ভালোবেসে বিয়ে মেহেদীর রং মুছে যাওয়ার আগেই বিধবা হলো রুমেনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

নবীগঞ্জে ভালোবেসে বিয়ে মেহেদীর রং মুছে যাওয়ার আগেই বিধবা হলো রুমেনা

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৪০৪ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা :নবীগঞ্জ আইনগাঁও-নবীগঞ্জ সিএনজি ষ্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে সংঘটিত ঘটনায় সন্ত্রাসীদের হামলায় নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং সিএনজি ম্যানাজার ফারুক মিয়া’র বড় ছেলের চোঁখ নষ্ট ও পরের দিন রবিবারে ছোট ছেলের প্রাণ হারানোর যন্ত্রনায় নির্বাক হয়ে পড়েছেন পিতা। অশ্র“সিক্ত হয়ে জনতার কাছে এই নির্মম ঘটনার বিচার দাবী করেন তিনি।
অপর দিকে বিয়ের দেড় মাসের মাথায় হাতের মেহেদীর রং মুছার আগেই সন্ত্রাসীদের হাতে খুন হওয়া স্বামী বেলাল মিয়াকে হারিয়ে পাগল প্রায় বিধবা স্ত্রী রোমেনা বেগম (১৮)। ভালবেসে প্রায় দেড়মাস আগে বেলাল মিয়ার সাথে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাকাল গ্রামের রোমানা বেগমের। কে জানতো বিয়ের সাজ মুছে যাওয়ার আগেই ঘাতক সন্ত্রাসীদের নির্মম আঘাতে তার স্বামী ওপারে চলে যাবে। ঘটনার পর থেকেই শোকার্ত স্ত্রী রোমানা বেগম এর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। বার বার মুর্ছা যাচ্ছে স্বামীর মৃত্যুর খবর পেয়ে। গত সোমবার লাল বেনারশি শাড়ীর বদলে স্ত্রী রোমানার পড়নে শুভা পাচ্ছে বিধবার সাদা শাড়ী। বিয়ের দেড় মাসের মাথায় এ দৃশ্য কোন সভ্য সমাজ বা জাতি কখনও কামনা করেনি। অশ্র“সিক্ত রোমানা বেগম এ প্রতিবেদককে জানায়, ঘটনার আধা ঘন্টা আগে তার স্বামী বেলাল মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ভাসুর হেলালকে দেখে সিলেট থেকে বাড়ি ফিরে। বিকালে গাড়ী ভাড়া এবং ভাইয়ের চিকিৎসার জন্য বিকাশে সিলেট টাকা পাঠানোর কথা বলে ঘর থেকে বের হয়। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে সন্ত্রাসীরা তার স্বামীর উপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পাগলের মতো ছুটে যান হাসপাতালে। জ্ঞান শুন্য স্বামীর সাথে শেষ কথা টুকুও বলতে পারেনি রোমেনা। রোমানা বেগম তার স্বামীর খুনিদের গ্রেফতার পুর্বক ফাসিঁর দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ-আইনগাঁও সড়কের সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলকে কেন্দ্র করে গত রবিবার বিকালে নবীগঞ্জ শেরপুর রোডস্থ প্রতিপক্ষ সামছু মিয়া ও রায়েছ চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে সিএনজি শ্রমিক বেলালকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তাকে আংশকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

এর আগের দিন শনিবার সকালে একই বিরোধ নিয়ে প্রতিপক্ষ সামছু মিয়া ও রায়েছ চৌধুরীগংদের হামলা বেলাল মিয়ার বড় ভাই (বিএ পরীক্ষার্থী) হেলাল এর একটি চোঁখ নষ্ট হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com