1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নামাজে রাকাত ছুটে গেলে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১২ অপরাহ্ন

নামাজে রাকাত ছুটে গেলে

  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

প্রশ্ন: জামাতে নামাজের এক বা একাধিক রাকাত ছুটে গেলে করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর: জামাতে নামাজ আদায় করতে গিয়ে যে ব্যক্তির এক বা একাধিক রাকাত ছুটে যায়, ইসলামের পরিভাষায় তাঁকে মাসবুক বলা হয়। মাসবুকের করণীয় হলো—ইমামকে নামাজের যে অংশে পাবে, সেই অংশেই তাঁর সঙ্গে যোগ দেবে এবং ইমামের অনুসরণ করে নামাজ পড়বে। প্রথম রাকাতের রুকু না পেলে পুরো রাকাতটি পায়নি ধরা হবে। এমনভাবে এক বা একাধিক রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে না পাওয়া রাকাতগুলো আদায় করে নেবে।
মাসবুক ছুটে যাওয়া রাকাতগুলো আদায়ের সময় সুরার ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা রক্ষা করবে এবং বৈঠকের ক্ষেত্রে ইমামের রাকাতের ধারাবাহিকতা রক্ষা করবে। পক্ষান্তরে বৈঠক করতে হবে ইমামের সঙ্গে পড়া রাকাতগুলোসহ হিসাব করে।

সুতরাং, কারও এক রাকাত ছুটে গেলে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।

চার রাকাতের নামাজের দুই রাকাত ছুটে গেলে উভয় রাকাতে সুরা মিলিয়ে পড়বে এবং দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।

তিন রাকাতের নামাজে দুই রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়বে। কারণ এই রাকাতটি বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত ধরা হবে। এরপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে।

চার রাকাতের নামাজে তিন রাকাত ছুটে গেলে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে।

সূত্র: আল মাবসুত সারাখসি: ১ / ১৯০; আল বাহরুর রায়েক: ১ / ৩৭৯; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬।

উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com