1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিটি নির্বাচনে এখনই সেনা মোতায়েন চায় বিএনপি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সিটি নির্বাচনে এখনই সেনা মোতায়েন চায় বিএনপি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে এখনই সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘নির্বাচন কমিশন প্রথমে বলেছে, নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে। কিন্তু এখন তারা বলছেন, সেনারা ব্যারাকেই থাকবে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

বিএনপি কেন্দ্রীয় কমিটির এই নেতা আরো বলেন, ‘শান্তিকামী নাগরিক ও ভোটারদের দাবি, নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হোক। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চাইলে এখনই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে।’

হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে দাবি করে রিপন বলেন, ‘হামলার এ ঘটনায় সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদাসীনতা দেখাচ্ছে। এতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এসব হামলার ঘটনা ঘটছে।’

এ ব্যাপারে নির্বাচন কমিশন ‘একচোখা’ নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করে আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘হামলার ঘটনায় নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শীর্ষ নেতাদের ওপর হামলায় প্রমাণ হয়ে গেছে- সরকার নির্বাচনে সন্ত্রাসী, অপশক্তি ব্যবহার করবে। আমরা তাই সেনা মোতায়েনের কথা বলছি। কিন্তু নির্বাচন কমিশন বিএনপির এই দাবিতে কর্ণপাত করছে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com