1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
১৯ মে পাগলা-জগন্নাথপুর আউশকান্দি সড়কে সংস্কার কাজের উদ্বোধন করবেন মন্ত্রী এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

১৯ মে পাগলা-জগন্নাথপুর আউশকান্দি সড়কে সংস্কার কাজের উদ্বোধন করবেন মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ১৯৬ Time View

স্টাফ রিপোর্টার:: পাগলা-জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌরসভা অংশে সংষ্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বৈদ্যুতিক খুঁটিগুলো স্থানান্তর করার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা , সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরির্দশন করে সমস্যাগুলো চিহিৃত করে সমাধানের উদ্যোগ নেয়া হয়। এছাড়াও আগামী ১৯ মে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সড়কের সংস্কার কাজের উদ্বোধনী ফলকের স্থান নির্ধারন করা হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতবীদ সিদ্দিক আহমদ সহ উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র দে,সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের ‍উপবিভাগীয় প্রকৌশলী এসডি এস এম সাইফুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী এসও মোস্তাফিজুর রহমান,সড়কের নির্মাণ কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার প্রকৌশলী হারুনুর রশীদ, উপসহকারী বিদ্যুৎ প্রকৌশলী পাবেল আহমদ,আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,সাংবাদিক আব্দুল হাই,উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হক,আব্দুল জব্বার,ফিরোজ আলী,উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমুখ সওজ সূত্র জানায়, ৮৩ কোটি টাকা বরাদ্দে ওই সড়কের ২২ কিলোমিটার অংশের সংস্কার কাজ করা হবে। তন্মেধ্যে জগন্নাথপুর পৌরসভা অংশে দেড় কিলোমিটার সড়কে আরসিসি কাজ করা হবে। ১৯ মে সংস্কার কাজের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। পৌরসভা অংশে কাজ করতে ৩৮ ফুট জায়গার প্রয়োজন। ওই ৩৮ ফুট জায়গায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দুর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com