1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-১,২ ও ৩ আসনে নারী ভোটাররাই জয়ের নিয়ামক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১,২ ও ৩ আসনে নারী ভোটাররাই জয়ের নিয়ামক

  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮৪ Time View

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তিনটি আসনে নারী ভোটার বেশি। ঐ আসনগুলোতে নারী কর্মীদের যারা বেশি কাজে লাগাতে পারবেন তারাই ভোট বেশি আদায় করতে পারবেন বলে মনে করছেন সাধারণ ভোটারেরা। এই তিন আসনে (সুনামগঞ্জ-২, ৩ ও ৪ আসন) নারী ভোটারদের কেন্দ্রে উপস্থিতি এবং ভোট প্রদানের সংখ্যায় জয় পরাজয় নির্ধারিত হতে পারে।
ভোটের হিসাব অনুযায়ী সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মোট ভোটার দুই লাখ ৫০ হাজার ৭২১। এরমধ্যে পুরুষ এক লাখ ২৪ হাজার ৯৫০ এবং নারী ভোট এক লাখ ২৫ হাজার ৭৭১। দুই উপজেলার ১১০ টি কেন্দ্রে এরা ভোট দেবেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনেও নারী ভোটার বেশি। এই আসনে দুই লাখ ৯২ হাজার ৪৭১ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৫ হাজার ৫০০ পুরুষ এবং এক লাখ ৪৬ হাজার ৯৭১ জন নারী ভোটার। ১৪২ টি ভোট কেন্দ্রে ভোট দেবেন তাঁরা।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার দুই লাখ ৮৯ হাজার ৩০। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৪ হাজার ৪৪৯ এবং নারী ভোটার এক লাখ ৪৪ হাজার ৫৮১ জন। ১০৭ কেন্দ্রে ভোট দেবেন এঁরা। জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিচগাঁও গ্রামের চার সন্তানের জননী শেফালী বেগম বললেন,‘আগে ছেলের বাবায় কইয়া দিতা কোন মার্কায় ভোট দিতাম, এখন ছেলেরায় কয় কারে ভোট দেয়ন। ইবার নিজে পছন্দ কইরা ভোট দিমু। দেখি কার পক্ষে মহিলারা বেশি আইন। তারার লগে আলাপ (কথা বলা) করি, এরপরে কইমু কারে ভোট দিমু।’
সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য বলেন,‘এখনও নিজের মতামত প্রকাশের পরিবেশ গড়ে ওঠেনি। নারীরা তাঁদের পছন্দমত ভোট দেবে এমন পরিবেশ তৈরি হয়নি। তবে এক সময় নারীরা ভোট কেন্দ্রে যেত না। এখন পুরুষের চেয়ে বেশি যায়। অনেক সময় গুজব রটিয়ে নারী ভোট ঠেকানোর চেষ্টা হয়। ভোট কেন্দ্রে সহিংসতা হলেও নারী ভোটার কমে যায়। প্রার্থী সমর্থকদের সেটিও খেয়াল রাখতে হবে।’
সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার বলেন,‘এখন নারীরা অনেক সচেতন। নারীর ক্ষমতায়নের প্রতীক শেখ হাসিনা। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময়ই নারীর ক্ষমতায়ন বেশি হয়েছে। সেজন্যই নারী ভোটাররা নৌকায় ভোট দেবেন।’
জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার বলেন,‘এখন ৩০ ভাগ নারী স্বামীর বা পুরুষ অভিভাবকের কথায় ভোট দেন। ৭০ ভাগ নারী যার যার পছন্দে ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় তাঁর দলের প্রার্থীদের প্রতি এবার নারী সমাজের সমবেদনা বেশি। এজন্যই নারীরা ধানের শীষে ভোট দেবেন।’
সুনামগঞ্জের ৫ টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা বলেন,‘আমি চাই বেশি করে বাইরের জগতে নারীর স্বীকৃতি হোক। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ই নারীর ক্ষমতায়ন বেশি হয়েছে। সর্বোপরি একজন নারী হিসাবেও আমাকে নারীরা সহমর্মিতা দেখাবেন বলেই মনে করি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com