‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ৯ থেকে ১৬আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আলোচনা সভা গতকাল  বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর এর সভাপতিত্বে ও কালেকটিভ ইমপ্যাক্ট ফর নিউট্রেশন ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার আলাউদ্দিন হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাইখুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা প্রমূখ। বক্তারা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।