1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সভানেত্রীর নিকট সুনামগঞ্জ জেলা আ.লীগের পদবঞ্চিতদের খোলা চিঠি

  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

স্টাফ রিপোর্টার::
জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে পদবঞ্চিত অ্যাডভোকেট আলী আমজাদ ও জসিম উদ্দিন দিলীপ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর কাছে দেওয়া খোলা চিঠি দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে পৌঁছে দেন। চিঠিতে জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বাদ পড়া ২৩ নেতার নামোল্লেখ করে বলেন দীর্ঘ দিনের পরীক্ষিত নিবেদিত প্রাণ এসব নেতার নাম কমিটিতে স্থান পায়নি, তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, জনপ্রিয় এবং সাধারণের ভোটে অনেকেই জনপ্রতিনিধিও হয়েছেন, এদের বাদ পড়া খুবই দুঃখজনক। অথচ রাজনীতিতে নিস্ক্রিয়, অপরিচিত ২৫ জনের স্থান হয়েছে বলে খোলা চিঠিতে উল্লেখ করা হয়।
বাদ পড়া নেতারা হলেন- অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, ইদ্রিছ আলী বীরপ্রতীক, জসিম উদ্দিন দিলীপ, রফিকুল হাসান চৌধুরী, অ্যাডভোকেট পীর মতিউর রহমান, আব্দুর রশীদ, আমির হোসেন রেজা, জসিম উদ্দিন ফারুক, মো. মোবারক হোসেন, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, জিতেন্দ্র তালুকদার পিন্টু, নবনি কান্ত দাস, প্রদীপ পাল নিতাই, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, বিজয় তালুকদার বিজু, শামীম আহমদ বিলকিস ও অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com