1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বজ্রপাতে আজও গেল ১৬ জনের প্রাণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

বজ্রপাতে আজও গেল ১৬ জনের প্রাণ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ২৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::গত কয়েকদিনে সারাদেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।

আজ বৃহস্পতিবারও বিভিন্ন জেলায় বজ্রপাতে ইউপি সদস্য, মাদ্রাসছাত্রী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
এর মধ্যে সাতক্ষীরায় তিনজন, নেত্রকোনায় একজন, হবিগঞ্জে দুইজন, মানিকগঞ্জে দুইজন, কুমিল্লায় একজন, খুলনায় একজন, মেহেরপুরে একজন, গাজীপুরে তিনজন, কিশোরগঞ্জে একজন ও নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর: জেলার কাপাসিয়ায় ধান কাটার সময় বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সালদৈ গ্রামের জয়নাল বেপারীর জমিতে ধান কাটার কাজ করছিল মমিনুর রহমান। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
অন্যদিকে, উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চণ্ডালহাতা বিলে ধান কাটার সময় মোতালিব (৪০) নামে এক শ্রমিক নিহত হন।
সাতক্ষীরা: সদর উপজেলার কুচপুকুর এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বজ্রপাতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।
নিহতরা হলেন- কুচপুকুর গ্রামের আমের আলী সরদারের ছেলে সাইদুল্লাহ (১৩), শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা গ্রামের আশরাফ হোসেন (২৮), গাঙআটি গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে আমিনুর রহমান (১৬)। আহতরা হলেন আবদুর রহিম মোল্লার ছেলে মিজানুর রহমান (১৫) ও গোলাম বারী শেখের ছেলে আকতারুল ইসলাম (১৭)।
দুপুরে বাড়ির ছাদে বৃষ্টির পানি সরাতে গিয়ে বজ্রপাতে সাইদুল্লাহ এবং মৎস্যঘেরে কাজ করার সময় আশরাফ মারা যান। আর আমিনুর বাড়ির পাশে মসজিদে নামাজ শেষে বারান্দায় বসেছিলেন। তখন তিনি বজ্রপাতে আক্রান্ত হন।
মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জের বারহাট্টার অতিথপুরে মিতু আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার ভাই রাকিব মিয়া ও নানী শহরবানু। নিহত মিতু ইসলামপুর মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত। সে অতিথপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বজ্রপাতের সময় তারা ধান মাড়াই ও শুকানোর কাজ করছিল।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শতমুখা ও দৌলতপুরে কৃষকসহ দু’জনের মৃত্যু হয়েছে।
বানিয়াচং ইউএনও মানুন খন্দকার জানান, দুপুরে উপজেলার শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১৬) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাত হয়। একই সময় উপজেলার দৌলতপুর গ্রামের হাওরে ধান কাটার সময় নিহত হন কৃষক মিজানুর রহমান।
সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নে বুধবার দুই কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালপুর গ্রামের মো. তারুন ও মো. সেলিম।
বরাইদ ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, সন্ধ্যায় তারা দৌলতপুর উপজেলার ধামশর ইউনিয়নের গালা গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। পরে রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে দুপুরে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতের নাম ইসহাক মিয়া (৫৫)। তিনি বাড়ির পাশে পুকুরে কচুরিপানা অপসারণ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। পরে হাসপাতালে মারা যান।
খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় অশোক গাইন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, অশোক পার্শ্ববর্তী বিলে গরু আনতে গেলে বজ্রপাতে আক্রান্ত হন। পরে হাসপাতালে মারা যান।
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বৃহস্পতিবার সকালে হেলু জোয়ার্দার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয়জন। এ ছাড়া সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে ঝড়-বৃষ্টির সময় ঘরের দেয়াল ধসে তাসিরন খাতুন (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ কালবৈশাখী শুরু হয়। এ সময় হেলু জোয়ার্দার গ্রামের মাঠে কাজ করছিলেন।
কিশোরগঞ্জ: জেলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামে মোমেনা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বাড়ির সামনে খলায় ভুট্টা শুকানোর কাজ করছিলেন। বজ্রাঘাতে আহত হওয়ার পর হাসপাতালে তিনি মারা যান। নিকলী থানার ওসি নাছির উদ্দিন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া নওগাঁর পত্নীতলা উপজেলায় ফিরোজ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে কয়েকজন মিলে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ফিরোজ মারা যান।

সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com