1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বনাথে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনের জামাত বাজেয়াপ্ত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:

বিশ্বনাথে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনের জামাত বাজেয়াপ্ত

  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিয়ম অনুযায়ী নির্বাচনে জামানত রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হয়। আর সেই ১ ভাগ ভোটের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

সেদিক দিয়ে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীনসহ নির্বাচনে ৩ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ১৭ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

১৮ মার্চ সোমবার অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার মোট ১ লাখ ৫০ হাজার ৬৫৯ জন ভোটারের মধ্যে ৬১ হাজার ১৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে জামানত রক্ষার জন্য একেক জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেতে হবে ৭ হাজার ৬২৭ ভোট। যে কারণে ৩ চেয়ারম্যান প্রার্থী, ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী নিজের জামানত রক্ষা করলেও জামানত রক্ষায় ব্যর্থ হয়েছেন ৯ জন প্রার্থী।

জামানত হারানো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে মিনার প্রতীকে ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী কাজী মাওলানা রুহুল আমীন’র প্রাপ্ত ভোট ৫৫৪টি, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবদুর রহমান খালেদ’র প্রাপ্ত ভোট ৬ হাজার ৭০৫টি, উড়োজাহাজ প্রতীকে উপজেলা যুবদল নেতা (সদ্য বহিস্কৃত) জুবেল আহমদ’র প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৫৬টি, টিউবওয়েল প্রতীকে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম’র প্রাপ্ত ভোট ৩ হাজার ৮৮২টি, মাইক প্রতীকে বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য (সদ্য বহিস্কৃত) আহমেদ-নূর উদ্দিন’র প্রাপ্ত ভোট ৩ হাজার ১৪৯টি, টিয়া পাখি প্রতীকে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আশরাফ উদ্দিন রুবেল’র প্রাপ্ত ভোট ১ হাজার ২৮৮টি ভোট, গ্যাস সিলিন্ডার প্রতীকে আওয়ামী লীগ নেতা নোয়াব আলী’র প্রাপ্ত ভোট ৩৭৫টি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতীকে বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) বেগম স্বপ্না শাহীন’ প্রাপ্ত ভোট ৬ হাজার ৩৫টি, ভোট, পদ্মফুল প্রতীকে নারীনেত্রী নেহারা বেগম’র প্রাপ্ত ভোট ১ হাজার ৯৩৩টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com