জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি শাল্লা উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। একই গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫) এর সাথে বৃহস্পতিবার সকালে খেলাধুলা করছিল আকিক। এসময় বাড়ির পাশের পুকুড়ে পড়ে ডুবে মৃত্যু হয় তাদের। আত্মীয়—স্বজন পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।