1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে ২৮ শিক্ষককে সম্মাননা প্রদান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ২৮ শিক্ষককে সম্মাননা প্রদান

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৩ Time View

সুনামগঞ্জ পৌর শহরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮জন শিক্ষককে শুক্রবার সম্মাননা প্রদান করা হয়েছে। এই শিক্ষকদের দুইজন বর্তমানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান হিসেবে যুক্ত আছেন। বাকি সবাই এখন অবসর জীবনযাপন করছেন। এসব প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা সুনামগঞ্জ শহরে অবস্থানরত তাঁদের এই প্রিয় শিক্ষকদের সম্মাননা প্রদান করে।
পৌর শহরের হাসনরাজা মিলনায়তনে এই চার শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু এক্সপ্রেস’র উদ্যোগে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ ্আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয় এবং বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে ২৮জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন সহযোগি অধ্যাপক মো. আজহারুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আবদুল বারী, অধ্যাপক লক্ষ্মী রানী দে, অধ্যাপক ন্যাথানায়েল এড্উইন ফেয়ারক্রস, অধ্যাপক দিলীপ কুমার মজুমদার, কলেজের বর্তমান অধ্যক্ষ নীলিমা চন্দ। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম, সুনীতি দে, এ এফ মাসয়ূদুল হাসান, মো. মকবুল হোসেন, এম এ ডি রফিক, মো. আবদুর রউফ, অজয় কুমার চৌধুরী, রবীন্দ্র নারায়ণ তালুকদার, মো. মকবুল হোসেন, সৈয়দ আমীর খসরু, অরুণ চক্রবর্ত্তী, অনন্ত কুমার সিংহ। এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ধূর্জটি কুমার বসু, মো. আর্শাদ আলী, ইকবাল কাগজী, আলী আহমদ, মো. গোলাম মোস্তফা, গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্ত্তী।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের মধ্যে আছেন দীপক রঞ্জন দাশ, এস এম মাহবুবুল হক, মো. সিরাজুল ইসলাম ও যোগেশ্বর দাশ।
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও শিক্ষার্থী মাহির আব্রার।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিরন্ময় রায়, ব্যারিস্টার কাওসার তালুকদার, গোলাম আজাদ, অ্যাড. শাহীনুর রহমান শাহীন, দিগি¦জয় দত্ত, ধীমান দাস, নকুল রায়, সঞ্চিত ভট্টাচার্য্য, অমর খৈয়াম, হাবিবুর রহমান হাবিব, তৌফিকুল আম্বিয়া তানিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খালেদুল হাসান রাসেল ও বিপুল চন্দ্র তালুকদার
আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।

সুত্র- দৈনিক সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com